Ajker Patrika

কিছু ব্যক্তি নির্বাচনে অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৫৮
ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন করেন মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন করেন মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না। তবে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ তাদের দুরভিসন্ধি সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার রাতে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের আমলে আমাদের ঠাকুরগাঁওয়ে ৭৫টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় সাড়ে ৭ হাজারের মতো আসামি হয়েছে। আমাদের নেতা-কর্মীদের দীর্ঘদিন কোর্টে হাজিরা দিতে হয়েছে, জেলে যেতে হয়েছে। শীতের দিনে ধানখেতে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে। এ রকম অগণতান্ত্রিক, অরাজনৈতিক ও নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপি কাজ করেছে।’

ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন করেন মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন করেন মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা

দ্বিবার্ষিক সম্মেলন সফল হওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের দলের প্রাণকেন্দ্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এটা পুরো জেলার নেতা-কর্মীদের জন্য আনন্দ, উদ্দীপনা ও সম্ভাবনার বিষয়।’

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর আগামীকাল সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে দলের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। শহরের প্রাণকেন্দ্রের জিলা স্কুল বড় মাঠে প্রস্তুতি প্রায় শেষের দিকে। মাঠ ঘিরে ব্যানার, পোস্টার ও ফেস্টুন দিয়ে বর্ণিল সাজসজ্জা করেছেন নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত