ঠাকুরগাঁও প্রতিনিধি
ভোরের আলো তখনো ফোটেনি, চারদিকে সুনসান নীরবতা। এর মধ্যে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে নানা বয়সী মানুষের দীর্ঘ সারি। একসঙ্গে এত মানুষের সেবা দেওয়ার মতো জনবল ও জায়গা নেই এই কার্যালয়ে। ফলে পাসপোর্ট আবেদন ও নবায়ন করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সেবাপ্রত্যাশীদের। এদিকে কর্তৃপক্ষ বলছে, সংকট থাকা সত্ত্বেও প্রতি কর্মদিবসে ৩৫০-৪০০ পাসপোর্ট আবেদন জমা নিচ্ছে তাঁরা।
ঠাকুরগাঁও পাসপোর্ট কার্যালয় সূত্র জানায়, আগে প্রতিদিন ৭০-৮০টির মতো আবেদন জমা পড়লেও চলতি মাসের ১১ আগস্ট থেকে সক্ষমতার কয়েক গুণ বেশি সেবাগ্রহীতা আসায় হিমশিম খাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। গত তিন কর্মদিবসে দেড় হাজারের মতো আবেদন জমা নেওয়া হয়েছে।
আজ বুধবার পাসপোর্ট কার্যালয়ে গিয়ে দেখা যায়, পাসপোর্ট করতে আসা মানুষের মধ্যে অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী।
অফিসে পর্যাপ্ত জায়গা না থাকায় অফিসের ভেতর থেকে রোদের মধ্যে রাস্তা পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে আছেন বয়স্ক ও অসুস্থ গ্রাহকেরা। পাসপোর্ট অফিসের এমন ভিড় এর আগে কখনো দেখা যায়নি। তবে তাদের সাপোর্ট দেওয়ার মতো জনবল ও জায়গা না থাকায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
আবেদনপত্র নিয়ে লাইনে দাঁড়ানো শর্মিলা রাণী বলেন, চিকিৎসার জন্য ভারতে যাব, এ জন্য ছেলেকে নিয়ে পাসপোর্ট করতে এসেছি। ভোর ৬টার দিকে এসেও দুপুর ১২টার দিকে আবেদনপত্র জমা দিতে পারেননি ষাটোর্ধ্ব হরফা বর্মন। তিনি বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি বাপু, ব্যথায় কোমরটা বাঁকা হয়ে গেছে।’
একই কথা বলেন তনুশ্রী রাণী। কাকলী হালদার নামে আরেক নারী বলেন, গত মঙ্গলবার একবার এসে ফিরে গেছি। আজ এসে দেখি দীর্ঘ লাইন। লাইন শেষ করে জমা দিতে পারব কি না, জানি না। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। কান্নাকাটি করছে, তবু দাঁড়িয়ে আছি কিছু করার নেই।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপসহকারী পরিচালক মো. রুকুনুজ্জামান ভূঞা বলেন, বিগত কয়েক দিনে পাসপোর্ট করতে আসা প্রতিদিন গ্রাহকের সংখ্যা চার শতাধিক। এই বিপুলসংখ্যক গ্রাহকের জন্য উপসহকারী পরিচালকসহ পাঁচজন লোকবল নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি। জনবল কম হওয়ায় এখানে কার্যক্রমে কিছুটা ধীরগতি। লোকবল বাড়ালে সেবা নিতে আসাদের সময় অনেকটা বাঁচবে।
ভোরের আলো তখনো ফোটেনি, চারদিকে সুনসান নীরবতা। এর মধ্যে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে নানা বয়সী মানুষের দীর্ঘ সারি। একসঙ্গে এত মানুষের সেবা দেওয়ার মতো জনবল ও জায়গা নেই এই কার্যালয়ে। ফলে পাসপোর্ট আবেদন ও নবায়ন করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সেবাপ্রত্যাশীদের। এদিকে কর্তৃপক্ষ বলছে, সংকট থাকা সত্ত্বেও প্রতি কর্মদিবসে ৩৫০-৪০০ পাসপোর্ট আবেদন জমা নিচ্ছে তাঁরা।
ঠাকুরগাঁও পাসপোর্ট কার্যালয় সূত্র জানায়, আগে প্রতিদিন ৭০-৮০টির মতো আবেদন জমা পড়লেও চলতি মাসের ১১ আগস্ট থেকে সক্ষমতার কয়েক গুণ বেশি সেবাগ্রহীতা আসায় হিমশিম খাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। গত তিন কর্মদিবসে দেড় হাজারের মতো আবেদন জমা নেওয়া হয়েছে।
আজ বুধবার পাসপোর্ট কার্যালয়ে গিয়ে দেখা যায়, পাসপোর্ট করতে আসা মানুষের মধ্যে অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী।
অফিসে পর্যাপ্ত জায়গা না থাকায় অফিসের ভেতর থেকে রোদের মধ্যে রাস্তা পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে আছেন বয়স্ক ও অসুস্থ গ্রাহকেরা। পাসপোর্ট অফিসের এমন ভিড় এর আগে কখনো দেখা যায়নি। তবে তাদের সাপোর্ট দেওয়ার মতো জনবল ও জায়গা না থাকায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
আবেদনপত্র নিয়ে লাইনে দাঁড়ানো শর্মিলা রাণী বলেন, চিকিৎসার জন্য ভারতে যাব, এ জন্য ছেলেকে নিয়ে পাসপোর্ট করতে এসেছি। ভোর ৬টার দিকে এসেও দুপুর ১২টার দিকে আবেদনপত্র জমা দিতে পারেননি ষাটোর্ধ্ব হরফা বর্মন। তিনি বলেন, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি বাপু, ব্যথায় কোমরটা বাঁকা হয়ে গেছে।’
একই কথা বলেন তনুশ্রী রাণী। কাকলী হালদার নামে আরেক নারী বলেন, গত মঙ্গলবার একবার এসে ফিরে গেছি। আজ এসে দেখি দীর্ঘ লাইন। লাইন শেষ করে জমা দিতে পারব কি না, জানি না। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি। কান্নাকাটি করছে, তবু দাঁড়িয়ে আছি কিছু করার নেই।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপসহকারী পরিচালক মো. রুকুনুজ্জামান ভূঞা বলেন, বিগত কয়েক দিনে পাসপোর্ট করতে আসা প্রতিদিন গ্রাহকের সংখ্যা চার শতাধিক। এই বিপুলসংখ্যক গ্রাহকের জন্য উপসহকারী পরিচালকসহ পাঁচজন লোকবল নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি। জনবল কম হওয়ায় এখানে কার্যক্রমে কিছুটা ধীরগতি। লোকবল বাড়ালে সেবা নিতে আসাদের সময় অনেকটা বাঁচবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে