রংপুর প্রতিনিধি
রংপুরে কাঁঠাল খাওয়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠালের গুরুত্ব বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।
কাঁঠাল খাওয়া প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে সেরা ছয়জনকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার পাশাপাশি কাঁঠাল বিষয়ক ছড়া লেখায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ব্যতিক্রম এ প্রতিযোগিতার আয়োজন করে সাহিত্যের কাগজ মৌচাক।
সকাল ১১টায় ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মণ্ডল মওলা।
এ সময় কাঁঠালের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন চিকিৎসক ডা. মফিজুল ইসলাম মান্টু, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ‘রঙ্গপুর সাহিত্য পরিষৎ’-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, অভিযাত্রিক সভাপতি লেখক রানা মাসুদ, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আতিক উল আলম কল্লোল, ভাওয়াইয়া শিল্পী খ ম আলী সম্রাট, কারমাইকেল কলেজছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মৌচাক-এর প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল।
আলোচনা শেষে নারী ও পুরুষ বিভাগে কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নারীদের মধ্যে—এসএম ইতি প্রথম, রুমকি রহমান দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন শাহিনা বেগম। পুরুষ বিভাগে প্রথম হয়েছেন—সোহানুর রহমান শাহিন, দ্বিতীয় স্বপন চৌধুরী এবং তৃতীয় এস এ অপু।
এ ছাড়া দেশব্যাপী কাঁঠাল বিষয়ক ছড়া লেখায় দিনাজপুরের লুৎফর রহমান প্রথম, গাইবান্ধার আতাউর রহমান লিটন দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ঢাকার উম্মে হাবিবা সূচনা।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সব প্রতিযোগীর হাতে একটি করে কাঁঠালের চারা বিতরণ করা হয়। এই প্রতিযোগিতার অর্থ কুড়িগ্রাম ও রংপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন।
রংপুরে কাঁঠাল খাওয়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠালের গুরুত্ব বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।
কাঁঠাল খাওয়া প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে সেরা ছয়জনকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়ার পাশাপাশি কাঁঠাল বিষয়ক ছড়া লেখায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ব্যতিক্রম এ প্রতিযোগিতার আয়োজন করে সাহিত্যের কাগজ মৌচাক।
সকাল ১১টায় ফিতা কেটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন মণ্ডল মওলা।
এ সময় কাঁঠালের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করেন চিকিৎসক ডা. মফিজুল ইসলাম মান্টু, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ‘রঙ্গপুর সাহিত্য পরিষৎ’-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, অভিযাত্রিক সভাপতি লেখক রানা মাসুদ, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আতিক উল আলম কল্লোল, ভাওয়াইয়া শিল্পী খ ম আলী সম্রাট, কারমাইকেল কলেজছাত্র সংসদের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মৌচাক-এর প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল।
আলোচনা শেষে নারী ও পুরুষ বিভাগে কাঁঠাল খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নারীদের মধ্যে—এসএম ইতি প্রথম, রুমকি রহমান দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন শাহিনা বেগম। পুরুষ বিভাগে প্রথম হয়েছেন—সোহানুর রহমান শাহিন, দ্বিতীয় স্বপন চৌধুরী এবং তৃতীয় এস এ অপু।
এ ছাড়া দেশব্যাপী কাঁঠাল বিষয়ক ছড়া লেখায় দিনাজপুরের লুৎফর রহমান প্রথম, গাইবান্ধার আতাউর রহমান লিটন দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ঢাকার উম্মে হাবিবা সূচনা।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সব প্রতিযোগীর হাতে একটি করে কাঁঠালের চারা বিতরণ করা হয়। এই প্রতিযোগিতার অর্থ কুড়িগ্রাম ও রংপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে