Ajker Patrika

দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে দিনাজপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. শরিফউদ্দিন এ আদেশ দেন।

সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের মো. বুদু (৪০) ও মো. সাগর হোসেন (৩২)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ নভেম্বর বিকেলে ফুলবাড়ি উপজেলা ওই নারীকে বাবার বাড়ি যাওয়ার পথে মো. বুদু এবং মো. সাগর হোসেন ধর্ষণ করে। এরপর কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান তাঁরা। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনার পর রাতেই স্বামীকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূ ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. বুদু ও মো. সাগর হোসেনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আটক করলে আসামিরা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) তৈয়বা বেগম বলেন, ‘কম সময়ের মধ্যে মামলার রায় হয়েছে। আমরা মামলার রায়ে সন্তুষ্ট। যেভাবে দ্রুত রায় ঘোষণা করা হয়েছে সেভাবে রায় কার্যকর করার আহ্বান জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত