Ajker Patrika

মৃদু শৈত্যপ্রবাহের কবলে চিলমারী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২: ২৯
মৃদু শৈত্যপ্রবাহের কবলে চিলমারী

কুড়িগ্রামের চিলমারীতে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলাবাসী। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, তীব্র শীতের কারণে সকাল সকাল কাজে যোগ দিতে পারছেন না খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তাঁরা। অন্যদিকে, তীব্র শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। 

তীব্র শীতের কারণে কাজে যোগ দিতে পারছেন না নিম্নআয়ের মানুষএ বিষয়ে থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকার রিকশাচালক লোকমান আলী (৪০) বলেন, ‘ঠান্ডার কারণে দুই দিন থাকি রিকশায় মানুষ কম উঠছে। আগে কামাই (রোজগার) করতাম ৪০০ থেকে ৫০০ টাকা, এখন হচ্ছে ২০০ টাকা। এই কামাই দিয়ে ছাওয়াপাওয়া (ছেলেমেয়ে) নিয়ে কেমন করি বাইচমো (বাঁচব)! এদিকে গরম কাপড়ের যে দাম, ছাওয়াপাওয়াক কেমন করি কাপড় কিনি দেব এই চিন্তায় বাচিনে।’ 

রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার বৃদ্ধ জহুরুল মিয়া (৭০) বলেন, ‘জারে (ঠান্ডায়) খুব কাবু হইছি। হামাক (আমাকে) এলাও (এখনো) কোনো চেয়ারম্যান-মেম্বাররা কম্বল দেয় নাই। তাই সরকারের কাছত (কাছে) দাবি, হামাক যেন কম্বল দেয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত