Ajker Patrika

বিছানায় পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী পলাতক 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
বিছানায় পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী পলাতক 

রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর ল্যাংড়ার বাজার এলাকার এক বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুকতারা বেগম (৩৫) দিনাজপুরে পার্বতীপুর উপজেলা শহরের মৃত নাজিমুদ্দিনের মেয়ে। প্রায় ১৭ বছর আগে গঙ্গাচড়া উপজেলার মৃত মোখলেছার রহমানের ছেলে মাহবুব হাসান সরকার রাহাতের (৪২) সঙ্গে তাঁর বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহাত কলেজ ভর্তি হওয়ার পর থেকে জড়িয়ে পড়েন মাদক সেবনের সঙ্গে। এরপর তাঁকে বিয়ে দেওয়া হলে কিছুদিন যেতে না যেতেই মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। প্রায় মাদক সেবনের টাকার জন্য তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রাহাত। সম্প্রতি রাহাতের স্ত্রীর ওপর নির্যাতন দেখে তাঁর বৃদ্ধা মা মেরিনা বেগম প্রতিবাদ করলে তাঁর মায়ের গলায় ছুরি ধরেন রাহাত। এরপর তাঁর মা রাহাতের ১৫ বছরের ছেলে অপূর্বকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে চলে যান।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এক নারী তাদের বাড়িতে গেলে দেখতে পায় শুকতারা গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এরপর ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে স্বামী হাসান সরকার রাহাত পলাতক আছেন।

ঘরের দরজা খুলে লাশ দেখতে পাওয়া সাহেবা বেগম (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে শুকতারার ছাগল আমার জমির খেত খাওয়ায় আমি ছাগলগুলো পাকরাও করে শুকতারার কাছে বিচার দেওয়ার জন্য যাই। বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও কেউ বাড়ি থেকে বের না হওয়ায় আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি শুকতারার গলাকাটা লাশ তাদের থাকার ঘরের বিছানায় পড়ে আছে। এই সময় আমি বাইরে এসে জোরে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বিকেল ৪টার দিকে শুকতারার ছেলে অপূর্ব বাড়িতে এসে নির্বাক হয়ে পড়ে। এ সময় সে আজকের পত্রিকাকে বলে, ‘তিন দিন আগে আমি দাদিসহ ফুফুর বাড়ি বেড়াতে যাই। বাড়িতে শুধু মা-বাবা ছিল। মা কীভাবে মারা গেল কিছুই জানি না।’

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশটির সুরতহালের সময় গলাতে ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত