Ajker Patrika

দিনাজপুরে লিচু ৮০ টাকা কেজি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে লিচু ৮০ টাকা কেজি

চলছে মধু মাস জ্যৈষ্ঠ। বাজারে হরেক রকম ফলের সমাহার। সব ফলের চেয়ে লিচুর কদর একটু বেশিই। অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা। 

ফুলবাড়ী পৌর বাজারে গতকাল রোববার সন্ধ্যার পর ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারাবিক্রেতারা বলছেন, দিনাজপুরে চিরিরবন্দরে উপজেলার বিভিন্ন বাগান থেকে এসব মণ দরে লিচু সংগ্রহ করে ফুলবাড়ীতে এনে কেজি দরে বিক্রি করছেন তাঁরা। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) শ দরে ৭০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপালমোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, টিটিরমোড়সহ বিভিন্ন স্থানে লিচুর বাজার বসছে। 

ফুলবাড়ীর পৌর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লিচুমিলন ও এমাজ উদ্দিন নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। আগে খেয়ে দেখেছেন, এরপর খেতে ভালো লাগায় পরিবারের জন্য এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। ৮০ টাকায় এক কেজি লিচু গুনে প্রায় ৭৫টি পেয়েছেন। তবে কিছু কিছু লিচু নষ্ট আছে। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না এবং খেতেও সুমিষ্ট বলে জানান তাঁরা। বাজারে আঁটি করা একশত লিচু কিনতে গেলে ২৫০ টাকা থেকে ৭০০ টাকা দাম পড়ে কম দামে এসব লিচু পেয়ে খুশি তাঁরা। 

খেতেও সুমিষ্ট হওয়ায় ৮০ টাকায় এক কেজি লিচু কেনেন এক ক্রেতাবিক্রেতা জিয়ারুল শেখ বলেন, ‘এগুলো দেশিসহ বিভিন্ন জাতের লিচু। জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো একসঙ্গে করে কম দামে মন দরে কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশির ভাগ লিচু বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে ঝরে পড়ে যায়। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত