Ajker Patrika

রংপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লুটপাটের বিরুদ্ধে বাসদের সমাবেশ

রংপুর প্রতিনিধি
রংপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লুটপাটের বিরুদ্ধে বাসদের সমাবেশ

রংপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লুটপাটের বিরুদ্ধে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখা। আজ বুধবার বেলা ১টার দিকে নগরীর শাপলা চত্বর থেকে এই মিছিল শুরু হয়। এরপর নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে বেলা ৩টার দিকে সেখানেই শুরু হয় সমাবেশ। দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ নভেম্বর বিপ্লবের ১০৫ তম বার্ষিকী উপলক্ষে জেলা বাসদের উদ্যোগে এ সব কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম জোটের শীর্ষ কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ। এ সময় আরও বক্তব্য দেন জেলা বাসদের সদস্য আতিয়ার রহমান, অমল সরকার, মাজেদুল ইসলাম দুলাল, যোগেশ ত্রিপুরা, মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘আজ থেকে ১০৫ বছর আগে রাশিয়ায় সংগঠিত হওয়া নভেম্বর বিপ্লব সারা পৃথিবীর মানুষকে শোষণ-বৈষম্যহীন, ক্ষুধা-দারিদ্র্য মুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিল। মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সর্বোপরি শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সেই স্বপ্ন নিয়ে ১৯৮০ সালে কমরেড খালেকুজ্জামান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এই দল জাতীয় সম্পদ, পরিবেশ-প্রকৃতি রক্ষা, কৃষক, খেতমজুর, শ্রমিকসহ নানা শ্রেণিপেশার মানুষের জন্য লড়াই করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত