ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুলশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আদালতে হাজির করার সময় পুলিশ হেফাজতেই মানিককে মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র-জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়ে।
মানববন্ধনে বক্তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা তাঁদের আশ্বস্ত করে বলেন, কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক গলে বের হতে না পারে, তা নিশ্চিত করা হবে। দোষ প্রমাণিত হলে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষক মোজাম্মেল হক মানিক শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও ভুক্তভোগী ছাত্রী প্রাইভেট পড়তে যায়। এ সময় মানিক তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে শিক্ষক মানিকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর শিশুটির স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল রাতে সদর উপজেলার ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুলশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আদালতে হাজির করার সময় পুলিশ হেফাজতেই মানিককে মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র-জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়ে।
মানববন্ধনে বক্তারা বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা তাঁদের আশ্বস্ত করে বলেন, কোনোভাবেই যেন অপরাধী আইনের ফাঁক গলে বের হতে না পারে, তা নিশ্চিত করা হবে। দোষ প্রমাণিত হলে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষক মোজাম্মেল হক মানিক শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও ভুক্তভোগী ছাত্রী প্রাইভেট পড়তে যায়। এ সময় মানিক তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে শিক্ষক মানিকের লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর শিশুটির স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল রাতে সদর উপজেলার ভুল্লী থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে