Ajker Patrika

বিজিবির সঙ্গে বৈঠক করলেন বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক

হিলি স্থলবন্দর প্রতিনিধি
বিজিবির সঙ্গে বৈঠক করলেন বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে বৈঠক করলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয়া। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন। 

এ সময় বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার তাঁকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। পরে তাঁরা সীমান্তের চেকপোস্ট গেটের ভারত অংশে এক বৈঠকে মিলিত হন। এ সময় দুবাহিনীর পক্ষ থেকে মিষ্টি ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। 

বৈঠকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয়ার নেতৃত্বে ভারতের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী, রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার এসএ শ্রীবাস্তব, পতিরাম-৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ভালেন্দু ত্রিবেদী এবং বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকারের নেতৃত্বে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামসহ উভয় বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। 

 দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী কুশল বিনিময় করছেনবৈঠক শেষে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, চোরাচালান, নারী শিশু পাচার, মাদক পাচারসহ সীমান্তকে সুরক্ষিত রাখতে ও অপরাধমুক্ত রাখতে এবং দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের এখানে অপরাধ কম, দুর্ঘটনা কম হচ্ছে। আমরা তাদের সঙ্গে বৈঠক করছি এর ফলে সম্পর্কের উন্নয়ন হচ্ছে দুবাহিনীর মাঝে বোঝা পোড়া ভালো হচ্ছে। যেকোনো ইস্যু নিয়ে আমরা তাদেরকে বললে তারা সেটি দেখেন তেমনি তারাও যেকোনো বিষয় নিয়ে আমাদের জানালে আমরা সেটি দেখি। আমাদের দুবাহিনীর মাঝে সম্পর্ক উন্নয়নের একটা পদ্ধতি কথা বলা যা আমরা চালিয়ে যাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত