প্রতিনিধি
দিনাজপুর: করোনার সময় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কমবেশি সবাই। ফলে রমজানে ইফতারের তালিকায় সবাই ফল রাখছেন। এতে চাহিদা সবধরনের ফলের চাহিদা বেড়েছে। কিন্তু এরই সুযোগ নিয়ে দিনাজপুরের কিছু অসাধু ব্যবসায়ীরা সবধরনের ফলের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন।
ফল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, সরবরাহ কম থাকায় এবং লকডাউনে গাড়ি বন্ধ থাকায় সব ধরনের ফল এর দাম পাইকারি বাজারে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
দিনাজপুর বাহাদুর বাজারের ফল ব্যবসায়ী দুলাল বলেন বলেন, আমদানি নেই বলে ফলের দাম বেশি। আমাদের আগে থেকে মজুদ ছিল বলে এই দামে দিচ্ছি।
বর্তমানে কমলা, বেদেনার দাম একই থাকলেও পেয়ারা, আপেল, আঙ্গুর ও আনারসের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তরমুজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
ফল | আগের দাম | বর্তমান দাম |
---|---|---|
আপেল | ১৩০ | ১৮০–২০০ |
মাল্টা | ১৬০ | ১৮০ |
পেঁপে | ৭০–৮০ | ৯০–১০০ |
আঙ্গুর | ২০০ | ২৮০ |
পেয়ারা | ৪০ | ৮০ |
ডাব | ৪০–৫০ | ৮০–১০০ |
কলা (হালি) | ৫–৮ | ২৫–৩৫ |
পাশাপাশি রমজানে খেজুরের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে খেজুরের। মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে, ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজিতে। আজুয়া খেজুর ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। খোলা সাধারণ খেজুর বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
ফল কিনতে আসা আব্দুর রশিদ বলেন, ইফতারির জন্য খেজুর কিনতে এসেছিলাম। ভালো মানের খেজুরের দাম একটু বেশি হলেও সাধারণ খেজুর দাম সাধ্যের মধ্যেই আছে।
দিনাজপুর: করোনার সময় শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন কমবেশি সবাই। ফলে রমজানে ইফতারের তালিকায় সবাই ফল রাখছেন। এতে চাহিদা সবধরনের ফলের চাহিদা বেড়েছে। কিন্তু এরই সুযোগ নিয়ে দিনাজপুরের কিছু অসাধু ব্যবসায়ীরা সবধরনের ফলের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন।
ফল ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, সরবরাহ কম থাকায় এবং লকডাউনে গাড়ি বন্ধ থাকায় সব ধরনের ফল এর দাম পাইকারি বাজারে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
দিনাজপুর বাহাদুর বাজারের ফল ব্যবসায়ী দুলাল বলেন বলেন, আমদানি নেই বলে ফলের দাম বেশি। আমাদের আগে থেকে মজুদ ছিল বলে এই দামে দিচ্ছি।
বর্তমানে কমলা, বেদেনার দাম একই থাকলেও পেয়ারা, আপেল, আঙ্গুর ও আনারসের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তরমুজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
ফল | আগের দাম | বর্তমান দাম |
---|---|---|
আপেল | ১৩০ | ১৮০–২০০ |
মাল্টা | ১৬০ | ১৮০ |
পেঁপে | ৭০–৮০ | ৯০–১০০ |
আঙ্গুর | ২০০ | ২৮০ |
পেয়ারা | ৪০ | ৮০ |
ডাব | ৪০–৫০ | ৮০–১০০ |
কলা (হালি) | ৫–৮ | ২৫–৩৫ |
পাশাপাশি রমজানে খেজুরের চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে খেজুরের। মরিয়ম খেজুর বিক্রি হচ্ছে, ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজিতে। আজুয়া খেজুর ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত। খোলা সাধারণ খেজুর বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
ফল কিনতে আসা আব্দুর রশিদ বলেন, ইফতারির জন্য খেজুর কিনতে এসেছিলাম। ভালো মানের খেজুরের দাম একটু বেশি হলেও সাধারণ খেজুর দাম সাধ্যের মধ্যেই আছে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের জলাবদ্ধতায় উপলশহর উচ্চবিদ্যালয়ের মাঠ ভরে উঠেছে কচুরিপানায়। শতাধিক প্রান্তিক কৃষক কয়েক বছর ধরে তাঁদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। এতে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসীর অভিযোগ, পুকুর খননকারীরা প্রভাবশালী হওয়ায় অনেকে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লা ও হোসেনপুর এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে তিন শতাধিকের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ায় অনেককে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুর উপজেলা সীমানাঘেঁষা এলাকায় রয়েছে বেশ কয়েকটি ছোট-বড় সেতু। যেগুলো শ্রীপুরের সঙ্গে যুক্ত করেছে পাশের কয়েকটি উপজেলাকে। সন্ধ্যা হলেই এসব সেতু ঘিরে মাদক বেচাকেনা শুরু হয়। চলে রাতভর। দিনের পর দিন এই অবস্থা চলছে।
২ ঘণ্টা আগেসুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলা নিয়ে বিস্তৃত সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কটি সুনামগঞ্জ ও সিলেটে জরুরি যাতায়াতের অন্যতম মাধ্যম। এ ছাড়া ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা ছাড়াও নেত্রকোনার একাংশের মানুষ এটি ব্যবহার করে।
২ ঘণ্টা আগে