ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
সরকারের পানি উন্নয়ন বোর্ডই (পাউবো) দেশের নদীগুলোর ক্ষতি করছে। দেশের অসংখ্য নদীকে মেরে ফেলেছে এই সরকারি সংস্থা। এমন মন্তব্য করেছেন রিভারাইন পিপলের পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।
নদীর সুরক্ষায় শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে নীলফামারীর ডিমলায় ‘কুমলাই (কামনাই) নদীর সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপজেলার কুমলাই নদীর মতিরবাজারে নামক স্থানে এ সভার আয়োজন করে নদী ও পরিবেশ বিষয়ক সংগঠন রিভারাইন পিপল।
এতে সভাপতিত্ব করেন গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সভায় বক্তৃতা দেন জেলা নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল ওয়াদুদ, আজকের পত্রিকার সাংবাদিক রজত কান্তি রায় প্রমুখ।
ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেশের নদীগুলোর ক্ষতি করার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু কুমলাই নদী নয়, দেশের অসংখ্য নদীকে মেরে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর সুরক্ষা নেই। অপরিকল্পিত নদী খনন ও বাঁধ দেওয়ার নামে তাঁরা নদীগুলোকে খালে পরিণত করছেন। আমি সরেজমিনে দেখেছি, এই এলাকার কুমলাই নদীর উৎসমুখ ও তিস্তা নদীতে মিলিত হওয়ার মুখে বাঁধ দিয়ে নদীটাকে মেরে ফেলার ব্যবস্থা করেছে পানি উন্নয়ন বোর্ড।
ড. তুহিন আরও বলেন, ‘নদী রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে প্রত্যেকের করণীয় আছে। কোথাও কোনো নদী দখল–দূষণ হলে স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। সে জন্য নদী রক্ষায় সংগঠিত হওয়ার প্রয়োজন আছে।’ কুমলাই নদী রক্ষা না হওয়া পর্যন্ত রিভারাইন পিপল আন্দোলন চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের পানি উন্নয়ন বোর্ডই (পাউবো) দেশের নদীগুলোর ক্ষতি করছে। দেশের অসংখ্য নদীকে মেরে ফেলেছে এই সরকারি সংস্থা। এমন মন্তব্য করেছেন রিভারাইন পিপলের পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।
নদীর সুরক্ষায় শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে নীলফামারীর ডিমলায় ‘কুমলাই (কামনাই) নদীর সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপজেলার কুমলাই নদীর মতিরবাজারে নামক স্থানে এ সভার আয়োজন করে নদী ও পরিবেশ বিষয়ক সংগঠন রিভারাইন পিপল।
এতে সভাপতিত্ব করেন গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সভায় বক্তৃতা দেন জেলা নদী সুরক্ষা কমিটির সমন্বয়ক আব্দুল ওয়াদুদ, আজকের পত্রিকার সাংবাদিক রজত কান্তি রায় প্রমুখ।
ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেশের নদীগুলোর ক্ষতি করার অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু কুমলাই নদী নয়, দেশের অসংখ্য নদীকে মেরে ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর সুরক্ষা নেই। অপরিকল্পিত নদী খনন ও বাঁধ দেওয়ার নামে তাঁরা নদীগুলোকে খালে পরিণত করছেন। আমি সরেজমিনে দেখেছি, এই এলাকার কুমলাই নদীর উৎসমুখ ও তিস্তা নদীতে মিলিত হওয়ার মুখে বাঁধ দিয়ে নদীটাকে মেরে ফেলার ব্যবস্থা করেছে পানি উন্নয়ন বোর্ড।
ড. তুহিন আরও বলেন, ‘নদী রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে প্রত্যেকের করণীয় আছে। কোথাও কোনো নদী দখল–দূষণ হলে স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। সে জন্য নদী রক্ষায় সংগঠিত হওয়ার প্রয়োজন আছে।’ কুমলাই নদী রক্ষা না হওয়া পর্যন্ত রিভারাইন পিপল আন্দোলন চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে