চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী থানায় পাসপোর্টের প্রত্যয়নপত্র আনতে গিয়ে নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এক যুবককে আটক করে পুলিশ। তবে চার ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার চিলমারী মডেল থানায় এ ঘটনা ঘটে।
আসামি হিসেবে আটক মো. মাঈদুল ইসলাম (৩৫) বৈলমনদিয়ারখাতা গ্রামের আ. সাত্তারের ছেলে। তিনি আজ পাসপোর্টের প্রত্যয়নপত্র নিতে গেলে যৌতুকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে আটক করেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার।
এদিকে মূল আসামি একই এলাকার আ. ছাত্তার আলীর ছেলে মাঈদুল ইসলাম। তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী বলে তাঁর স্ত্রী হাসিনা বেগম জানিয়েছেন। প্রায় ১৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক ও নির্যাতনের অভিযোগ তুলে হাসিনা বেগম বাদী হয়ে ২০১৬ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় ২০১১ সালে মাঈদুল ইসলামের দুই বছরের সাজা হয়।
চিলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকিউল ইসলাম বলেন, তিনি থানায় গিয়ে মুচলেকা দিয়ে আটক মাঈদুলকে ছাড়িয়ে নিয়ে আসেন।
মালার বাদী হাসিনা বেগম (হাসি) বলেন, ‘আমি যে মাইদুলের নামে মামলা করেছি সে সৌদিতে থাকে। আমার সন্তানের বাবা সে। ১২ বছর আগে মামলা করেছিলাম। আমি শুনেছি কয়েক দিন আগে দেশে এসে আবার সৌদিতে চলে গেছে। মাইদুল ইসলাম নামে কে আটক হয়েছে তা আমি জানি না।’
আটককৃত যুবক মাঈদুল ইসলাম বলেন, ‘আমি বিয়ে করেছি ২০১৭ সালে। আর যে মামলায় আটক করা হয়, সেই মামলা হয়েছে ২০১১ সালে। আমার নামে থানা কিংবা আদালতে কোনো মামলা নাই। নামের মিল থাকায় না জেনে শুনে পুলিশ আটক করলে আমি অবাক হই। পুলিশ আমার চার ঘণ্টা সময় নষ্ট করেছে যেটা কারও কাম্য নয়। এতে প্রচণ্ড অপমানিত বোধ করছি।’
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সাজাপ্রাপ্ত আসামি আর ওই ব্যক্তির নাম এক হওয়ায় মাঈদুল ইসলামকে আটক করা হয়েছিল। পরে তদন্ত করে জানা যায় তিনি আসামি নন। তাই ছেড়ে দেওয়া হয়েছে।
কুড়িগ্রামের চিলমারী থানায় পাসপোর্টের প্রত্যয়নপত্র আনতে গিয়ে নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এক যুবককে আটক করে পুলিশ। তবে চার ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ। আজ বৃহস্পতিবার চিলমারী মডেল থানায় এ ঘটনা ঘটে।
আসামি হিসেবে আটক মো. মাঈদুল ইসলাম (৩৫) বৈলমনদিয়ারখাতা গ্রামের আ. সাত্তারের ছেলে। তিনি আজ পাসপোর্টের প্রত্যয়নপত্র নিতে গেলে যৌতুকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাঁকে আটক করেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন কুমার।
এদিকে মূল আসামি একই এলাকার আ. ছাত্তার আলীর ছেলে মাঈদুল ইসলাম। তিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী বলে তাঁর স্ত্রী হাসিনা বেগম জানিয়েছেন। প্রায় ১৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক ও নির্যাতনের অভিযোগ তুলে হাসিনা বেগম বাদী হয়ে ২০১৬ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় ২০১১ সালে মাঈদুল ইসলামের দুই বছরের সাজা হয়।
চিলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকিউল ইসলাম বলেন, তিনি থানায় গিয়ে মুচলেকা দিয়ে আটক মাঈদুলকে ছাড়িয়ে নিয়ে আসেন।
মালার বাদী হাসিনা বেগম (হাসি) বলেন, ‘আমি যে মাইদুলের নামে মামলা করেছি সে সৌদিতে থাকে। আমার সন্তানের বাবা সে। ১২ বছর আগে মামলা করেছিলাম। আমি শুনেছি কয়েক দিন আগে দেশে এসে আবার সৌদিতে চলে গেছে। মাইদুল ইসলাম নামে কে আটক হয়েছে তা আমি জানি না।’
আটককৃত যুবক মাঈদুল ইসলাম বলেন, ‘আমি বিয়ে করেছি ২০১৭ সালে। আর যে মামলায় আটক করা হয়, সেই মামলা হয়েছে ২০১১ সালে। আমার নামে থানা কিংবা আদালতে কোনো মামলা নাই। নামের মিল থাকায় না জেনে শুনে পুলিশ আটক করলে আমি অবাক হই। পুলিশ আমার চার ঘণ্টা সময় নষ্ট করেছে যেটা কারও কাম্য নয়। এতে প্রচণ্ড অপমানিত বোধ করছি।’
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সাজাপ্রাপ্ত আসামি আর ওই ব্যক্তির নাম এক হওয়ায় মাঈদুল ইসলামকে আটক করা হয়েছিল। পরে তদন্ত করে জানা যায় তিনি আসামি নন। তাই ছেড়ে দেওয়া হয়েছে।
হজে যাওয়ার সময় নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়। তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সহযোগী বলে জানা গেছে।
৬ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় সাতটি অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেয়। কুয়েটের সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ মিনিট আগেরাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানকে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। আজ সোমবার সকালে রাজশাহী আদালতের সামনে এই মানববন্ধন করেন তাঁরা।
৯ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টানা পাঁচ কর্মদিবসেও শিক্ষকেরা ক্লাসে ফেরেননি। এতে একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং দীর্ঘ সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর ক্যাম্পাস খুললেও শিক্ষকেরা ক্লাসে যোগ না দেওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
১৭ মিনিট আগে