Ajker Patrika

কলেজ পড়ুয়া শ্যালিকাকে নিয়ে পালিয়ে চাকরি হারালেন শিক্ষক

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২১: ৩৩
কলেজ পড়ুয়া শ্যালিকাকে নিয়ে পালিয়ে চাকরি হারালেন শিক্ষক

পঞ্চগড়ের সদর উপজেলায় নিজের বউকে রেখে শ্যালিকাকে নিয়ে পালানোর অভিযোগে হায়দার আলী নামের এক সহকারী শিক্ষককে (মৌলভি) বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার সিংরোড রতনীবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মৌলভি)।

গত সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত উল্লেখ করে একটি চিঠি পাঠিয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। হায়দার আলীর বাড়ি সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের নারায়নপুর দেওয়ানিপাড়া এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক হায়দার আলীর সঙ্গে কয়েক বছর আগে একই বিদ্যালয়ের নৈশপ্রহরী আশরাফুল ইসলামের বড় মেয়ের সঙ্গে বিয়ে হয় ৷ তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। এদিকে কিছুদিন আগে ওই শিক্ষক তাঁর কলেজ পড়ুয়া শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বাড়ি থেকে পালিয়ে গিয়ে তাঁকে বিয়ে করেন। এ ঘটনায় ওই শিক্ষকের শ্বশুর গত ২ সেপ্টেম্বর সিংরোড রতনীবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ৮ সেপ্টেম্বর অভিযোগের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে কারণ দর্শানোর আদেশ দেওয়া হয়। পরে গত ১০ সেপ্টেম্বর ওই শিক্ষক লিখিত ভাবে নোটিশের জবাব দেয় এবং ১২ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভায় তাঁর জবাব সন্তোষজনক না হওয়া এবং বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে অনির্দিষ্টকালের জন্য তাঁকে অর্ধ বেতনে বরখাস্ত করা হয়েছে বলে জানায় সূত্র।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক হায়দার আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

এ বিষয়ে সিংরোড রতনীবাড়ী দ্বি–মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

সিংরোড রতনীবাড়ী দ্বি–মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঈন উদ্দিন বলেন, নৈশপ্রহরী আশরাফুল ইসলামের মেয়ে সঙ্গে সহকারী শিক্ষক (মৌলভি) হায়দার আলীর অনৈতিক সম্পর্কের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পরে ওই শিক্ষককে আমরা কারণ দর্শানোর নোটিশ দিতে বলি। কিন্তু কারণ দর্শানোর নোটিশে সন্তোষজনক জবাব না দেওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমানিক বলেন, সিংরোড রতনীবাড়ী দ্বি–মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলীকে বরখাস্তের একটি আবেদন পেয়েছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তাকে অর্ধ বেতনে বরখাস্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত