Ajker Patrika

সৈয়দপুরে বাড়ির সামনের ডোবায় পড়ে ছিল যুবকের মরদেহ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৩: ২১
সৈয়দপুরে বাড়ির সামনের ডোবায় পড়ে ছিল যুবকের মরদেহ

নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিক পাড়ায় বাড়ির সামনের ডোবা থেকে তানজিমুল আলম তমাল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তানজিমুল আলম তমাল প্রামানিক পাড়ার জাহাঙ্গীর আলম বাবুলের একমাত্র ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, তানজিমুল আলম দিনাজপুরের বীরগঞ্জ নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে খণ্ডকালীন কাজ করার পাশাপাশি একজন শৌখিন ফটোগ্রাফার। তাঁর একটি মেয়ে রয়েছে। তানজিমুলের বাবা জাহাঙ্গীর আলম সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত আছেন। 

তানজিমুল আলমের বাবা জাহাঙ্গীর আলম বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানজিমুল বাসা থেকে বের হয়। বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করছিল না। পরে রাত থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। এরপর পরদিন সোমবার সকালে বাড়ির সামনের ডোবায় মরদেহ ভাসতে দেখে তা শনাক্ত করা হয়। তাঁর ছেলেকে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম। 

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত