কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে এক মাছ চাষির পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই মাছ চাষির। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এর আগে গত সোমবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ভুক্তভোগী মাছ চাষির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি ইউনিয়নের ধনঞ্জয় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মঙ্গলবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বেসরকারি চাকরি ছেড়ে গত বছর থেকে নিজ গ্রামে মাছ চাষ শুরু করেন। প্রায় দুই একর আয়তনের পুকুরে মাছ চাষ করে স্বামী-স্ত্রী মিলে তা দেখাশোনা করেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে শত শত মৃত মাছ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। দুপুরে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি। অনেক আশা নিয়ে ঋণের টাকা দিয়ে মাছ চাষ করেছি। আমার প্রায় পাঁচ লাখ টাকা পানিতে গেল। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রাজ্জাকের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দিনরাত পরিশ্রম করে মাছ চাষ করছি। মাছ বিক্রির আয় দিয়ে সংসার খরচ চলে। এ ঘটনায় আমরা ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আব্দুল্লা হিল জামান আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুকুরের পানি আর মৃত মাছ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন আসলে মাছগুলো মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে এক মাছ চাষির পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই মাছ চাষির। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এর আগে গত সোমবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ভুক্তভোগী মাছ চাষির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি ইউনিয়নের ধনঞ্জয় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মঙ্গলবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বেসরকারি চাকরি ছেড়ে গত বছর থেকে নিজ গ্রামে মাছ চাষ শুরু করেন। প্রায় দুই একর আয়তনের পুকুরে মাছ চাষ করে স্বামী-স্ত্রী মিলে তা দেখাশোনা করেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে শত শত মৃত মাছ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। দুপুরে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে আমি দিশেহারা হয়ে পড়েছি। অনেক আশা নিয়ে ঋণের টাকা দিয়ে মাছ চাষ করেছি। আমার প্রায় পাঁচ লাখ টাকা পানিতে গেল। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রাজ্জাকের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দিনরাত পরিশ্রম করে মাছ চাষ করছি। মাছ বিক্রির আয় দিয়ে সংসার খরচ চলে। এ ঘটনায় আমরা ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আব্দুল্লা হিল জামান আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুকুরের পানি আর মৃত মাছ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন আসলে মাছগুলো মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৬ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪৩ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে