Ajker Patrika

হত্যা মামলায় সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৮: ০৫
হত্যা মামলায় সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহার ইসলাম সুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা রিমান্ড নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

ঠাকুরগাঁও আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল ওয়াহেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য সুজনকে সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করে পুলিশ। এ সময় সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে পাঁচ দিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ চারজনকে মামলার আসামি পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে নির্দেশদাতা হিসেবে আসামি করে হত্যা মামলা করা হয়। ফজলে আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এর আগে গত ১১ সেপ্টেম্বর মাজহার ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁর বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামে আরেক ব্যক্তি হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত