Ajker Patrika

সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ২ 

গাইবান্ধা প্রতিনিধি
সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, আহত ২ 

গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়। আজ মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপন। এর আগে গতকাল সোমবার সকালে উপজেলার ধাপেরহাট-মাদারগঞ্জ সড়কের তালেরদিঘি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হল, সোহান মিয়া ও মনির হোসেন। নিহত রিপন মিয়া ওই ইউনিয়নের ছাইগাড়ী গ্রামের দুদু মিয়ার ছেলে ও দশম শ্রেণির ছাত্র। 

নিহতের স্বজনেরা বলেন, গতকাল সকালে খালার বিয়ের অনুষ্ঠানের বাজার করার জন্য মোটরসাইকেলে করে রিপনসহ ৩ জন ধাপেরহাট বন্দরের দিকে রওনা হয়। পথিমধ্যে ওইস্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ জন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 

সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যায়। অপর আহত দুজন চিকিৎসাধীন রয়েছে। 

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আসাদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...