কে এম হিমেল আহমেদ, বেরোবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুটি পুরোনো খেলার মাঠ সংস্কার ও নতুন আরেকটি মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার আগেই মাঠগুলো শিক্ষার্থীদের জন্য খেলার উপযোগী হবে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. আল হেলাল। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মাঠ তৈরি ও দুটি পুরোনো মাঠ সংস্কার করছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় আয়োজিত টুর্নামেন্ট সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। মাঠ অসমতলের কারণে যেসব দুর্ঘটনা ঘটত তা অনেকটাই কমে যাবে।
সরেজমিনে জানা গেছে, নতুন মাঠের প্রস্তুত কাজ প্রায় শেষের দিকে। বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ, উপাচার্যের বাংলোসংলগ্ন মাঠ এবং কেন্দ্রীয় মসজিদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝখানে অবস্থিত মাঠটির প্রস্তুতির কাজ চলছে।
বিভিন্ন শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাসে নামেমাত্র একটি কেন্দ্রীয় খেলার মাঠ ছিল, যা খেলার জন্য মোটেও উপযোগী ছিল না। এ ছাড়া একটিমাত্র মাঠে ২২টি বিভাগের ক্রীড়া সপ্তাহ ও বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় টুর্নামেন্ট লেগেই থাকত। সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগই পেতেন না। কেন্দ্রীয় মাঠ খেলার উপযোগী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
কয়েক শিক্ষার্থী জানান, কেন্দ্রীয় খেলার মাঠ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও দুটি মাঠ প্রস্তুত করছে। এখন সাধারণ শিক্ষার্থীরা শরীরচর্চাসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারবেন। খেলার মাঠের যে সংকট ছিল, তিনটি মাঠ প্রস্তুত হলে তা আর থাকবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রুবেল হোসেন আদনান বলেন, শিক্ষার্থীরা এখন থেকে অনায়াসে বিভিন্ন খেলার প্রস্তুতি ও টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। মাঠসংকটের কারণে ডিপার্টমেন্ট টুর্নামেন্ট চলাকালে বিড়ম্বনার শিকার হতো, এখন আর এ রকম বিড়ম্বনায় পড়তে হবে না।
এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের জন্য মাঠগুলো খেলার উপযোগী হবে বলে নিশ্চিত করেন বেরোবির বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুটি পুরোনো খেলার মাঠ সংস্কার ও নতুন আরেকটি মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার আগেই মাঠগুলো শিক্ষার্থীদের জন্য খেলার উপযোগী হবে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. আল হেলাল। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মাঠ তৈরি ও দুটি পুরোনো মাঠ সংস্কার করছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় আয়োজিত টুর্নামেন্ট সঠিকভাবে সম্পন্ন করতে পারবে। মাঠ অসমতলের কারণে যেসব দুর্ঘটনা ঘটত তা অনেকটাই কমে যাবে।
সরেজমিনে জানা গেছে, নতুন মাঠের প্রস্তুত কাজ প্রায় শেষের দিকে। বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ, উপাচার্যের বাংলোসংলগ্ন মাঠ এবং কেন্দ্রীয় মসজিদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝখানে অবস্থিত মাঠটির প্রস্তুতির কাজ চলছে।
বিভিন্ন শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাসে নামেমাত্র একটি কেন্দ্রীয় খেলার মাঠ ছিল, যা খেলার জন্য মোটেও উপযোগী ছিল না। এ ছাড়া একটিমাত্র মাঠে ২২টি বিভাগের ক্রীড়া সপ্তাহ ও বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় টুর্নামেন্ট লেগেই থাকত। সাধারণ শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগই পেতেন না। কেন্দ্রীয় মাঠ খেলার উপযোগী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
কয়েক শিক্ষার্থী জানান, কেন্দ্রীয় খেলার মাঠ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও দুটি মাঠ প্রস্তুত করছে। এখন সাধারণ শিক্ষার্থীরা শরীরচর্চাসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারবেন। খেলার মাঠের যে সংকট ছিল, তিনটি মাঠ প্রস্তুত হলে তা আর থাকবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রুবেল হোসেন আদনান বলেন, শিক্ষার্থীরা এখন থেকে অনায়াসে বিভিন্ন খেলার প্রস্তুতি ও টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। মাঠসংকটের কারণে ডিপার্টমেন্ট টুর্নামেন্ট চলাকালে বিড়ম্বনার শিকার হতো, এখন আর এ রকম বিড়ম্বনায় পড়তে হবে না।
এদিকে ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের জন্য মাঠগুলো খেলার উপযোগী হবে বলে নিশ্চিত করেন বেরোবির বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে