Ajker Patrika

‘সেরা উদ্ভাবক’ নির্বাচিত হলেন রংপুরের খলিলুর রহমান

প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
‘সেরা উদ্ভাবক’ নির্বাচিত হলেন রংপুরের খলিলুর রহমান

বাংলাদেশর শিক্ষকদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘শিক্ষক বাতায়ন’ এর ‘সেরা উদ্ভাবক’ নির্বাচিত হলেন রংপুরের পীরগাছা উপজেলার কৃতি সন্তান মো. খলিলুর রহমান। তিনি উপজেলার চন্ডিপুর মডেল হাই স্কুলে সহকারী শিক্ষক। শিক্ষক বাতায়নে রংপুর জেলায় এই প্রথম খলিলুর রহমান নির্বাচিত হওয়া রংপুরবাসীর জন্য একটি বিরাট পাওয়া।

গত শনিবার রাতে শিক্ষা অধিদপ্তর পরিচালিত শিক্ষক অ্যাম্বাসেডর (এটুআই) চলতি পাক্ষিকে ৫ লাখ ৮৪ হাজার ৯৩ জন শিক্ষকের মধ্যে তাঁকে সেরা উদ্ভাবক হিসেবে ঘোষণা দেন। খলিলুর রহমান নিজেকে একজন সফল শিক্ষক হিসেবে তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই কর্তৃক পরিচালিত শিক্ষক বাতায়নে ২০১৯ সালে সপ্তাহের (৩৯ তম) “সেরা কনটেন্ট নির্মাতা, জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হওয়া এবং উপজেলা পর্যায়ে সেরা শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। এ ছাড়া স্বপ্নের সারথি হিসেবে ২০২১ সালের আগস্ট মাসের প্রথম পাক্ষিকে সেরা উদ্ভাবক নির্বাচিত হন।

শিক্ষক খলিলুর রহমান বলেন, `লক্ষ্য যখন অটুট, অবিচল আর পেশা যখন নেশায় পরিণত হয়, স্বপ্ন তখন আলো ছড়িয়ে দিতে থাকে। হতাশ না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার নামই সফলতা। আমি আমার এ সফলতার ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি এবং আমার দেশ, আমার বিদ্যালয় পাঠদানের মাধ্যমে সুনাগরিক ও মানবসম্পদ তৈরিসহ শিক্ষার্থীদের নতুন কিছু উপহার দিতে পারি সে আশা রাখছি। আর যারা আমাকে এ কাজের জন্য অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন তাদেরকে আমার অভিনন্দন।'

চন্ডিপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শামসুল আলম বলেন, তার এ সফলতা গোটা দেশ ও স্কুলটির ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শিক্ষক খলিলুর রহমান পীরগাছাবাসীর গর্ব। আগামী দিনে তিনি আরও এগিয়ে যাবেন বলে আশা রাখি।

পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিঞা বলেন, `খলিলুর রহমানের চিন্তা চেতনার প্রতিফলন আজকের এই সফলতা। তাঁর সফলতায় আমরা খুশি। তিনি আমাদের আইকন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত