প্রতিনিধি, নবাবগঞ্জ
করোনাভাইরাস মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনাজপুরের নবাবগঞ্জ উপেজলার ভাদুরিয়া ইউনিয়নের হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গোয়ালে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা না আসায় স্কুলটির ভেতরে বেঁধে রাখা হচ্ছে গরু-ছাগল।
সরেজমিনে দেখা যায়, স্কুলটির বারান্দায় প্রবেশের গ্রিলের দরজা নেই। পাশাপাশি বারান্দাতেও গরু ছাগলের মলমূত্রতে ঠাসা । পাশাপাশি স্কুলের ভেতরও কয়েক টি ছাগলের বিশ্রাম নিতে দেখা যায়।
স্থানীয় মো. শরিফুল ইসলাম জানান, বিদ্যালয়ের পাশের কয়েকটি পরিবার স্কুল মাঠে গবাদিপশু চড়ান, হঠাৎ বৃষ্টি নামলে স্কুলের বারান্দায় রাখেন । এতেই বিদ্যালয় নোংরা হয়েছে। স্কুল খোলা থাকলে তো তারা সে সুযোগ পাবে না।
এ বিষয়ে জানতে চাইলে হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ হাসান রেজা জানান, শিক্ষার্থীরা গেটের গ্রিলে দোল খেয়ে তা ভেঙে ফেলছে। মেরামত করার জন্য লোক পাচ্ছি না । খুব শিগগিরই মেরামত করা হবে ।
গরু-ছাগল রাখার বিষয়ে তিনি জানান, স্থানীয় লোকজনদের সঙ্গে আমরা পেরে উঠছি না, তারা প্রতিষ্ঠানটিকে নিজেদের সম্পত্তি মনে করে । বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জন্য আবেদন করেছি । আশা করি চারদিকে প্রাচীর হলে এমন সমস্যা এড়ানো সম্ভব হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আমরা প্রতিষ্ঠানগুলোকে আগেই বলে দিয়েছি যেন কোনো স্কুলে গরু-ছাগল না রাখে । এখনই ওই প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাগিদ দিচ্ছি। শিগগিরই সীমানা প্রাচীরের জন্য ব্যবস্থা করা হবে ।
করোনাভাইরাস মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনাজপুরের নবাবগঞ্জ উপেজলার ভাদুরিয়া ইউনিয়নের হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গোয়ালে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা না আসায় স্কুলটির ভেতরে বেঁধে রাখা হচ্ছে গরু-ছাগল।
সরেজমিনে দেখা যায়, স্কুলটির বারান্দায় প্রবেশের গ্রিলের দরজা নেই। পাশাপাশি বারান্দাতেও গরু ছাগলের মলমূত্রতে ঠাসা । পাশাপাশি স্কুলের ভেতরও কয়েক টি ছাগলের বিশ্রাম নিতে দেখা যায়।
স্থানীয় মো. শরিফুল ইসলাম জানান, বিদ্যালয়ের পাশের কয়েকটি পরিবার স্কুল মাঠে গবাদিপশু চড়ান, হঠাৎ বৃষ্টি নামলে স্কুলের বারান্দায় রাখেন । এতেই বিদ্যালয় নোংরা হয়েছে। স্কুল খোলা থাকলে তো তারা সে সুযোগ পাবে না।
এ বিষয়ে জানতে চাইলে হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ হাসান রেজা জানান, শিক্ষার্থীরা গেটের গ্রিলে দোল খেয়ে তা ভেঙে ফেলছে। মেরামত করার জন্য লোক পাচ্ছি না । খুব শিগগিরই মেরামত করা হবে ।
গরু-ছাগল রাখার বিষয়ে তিনি জানান, স্থানীয় লোকজনদের সঙ্গে আমরা পেরে উঠছি না, তারা প্রতিষ্ঠানটিকে নিজেদের সম্পত্তি মনে করে । বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জন্য আবেদন করেছি । আশা করি চারদিকে প্রাচীর হলে এমন সমস্যা এড়ানো সম্ভব হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আমরা প্রতিষ্ঠানগুলোকে আগেই বলে দিয়েছি যেন কোনো স্কুলে গরু-ছাগল না রাখে । এখনই ওই প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাগিদ দিচ্ছি। শিগগিরই সীমানা প্রাচীরের জন্য ব্যবস্থা করা হবে ।
হাটের নির্দিষ্ট কোনো দিন নেই। মূলত চাষাবাদের মৌসুম শেষে কিংবা জমি প্রস্তুতির সময় এখানে ভিড় বাড়ে। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তাড়াইল ও গৌরীপুরের কৃষকেরাও কম দামে কৃষিযন্ত্র কিনতে আসেন।
২ মিনিট আগেগত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
৫ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
১০ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগে