পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম—মো. আবু তাহের (৪৩)। তিনি পার্শ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তাহের স্থানীয় বড় দরগাহ বাজারে একটি মিলে কাজ করতেন।
আটককৃতরা হলেন—আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২)।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সঙ্গে তাঁর জ্যাঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান হয়নি।
গতকাল রোববার রাত ২টার দিকে ৩০-৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ ওই জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারও সঙ্গে মারামারি করেননি। তাঁকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম ও মহসিন আলী নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রংপুরের পীরগাছায় গভীর রাতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম—মো. আবু তাহের (৪৩)। তিনি পার্শ্ববর্তী নাগদহ গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তাহের স্থানীয় বড় দরগাহ বাজারে একটি মিলে কাজ করতেন।
আটককৃতরা হলেন—আবুল কাশেম (৩০) ও মহসিন আলী (৩২)।
নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, দেউতি বাজার সংলগ্ন এলাকায় ৩৭ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে কাদের ও নুর হোসেনের সঙ্গে তাঁর জ্যাঠাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনায় গত ১১ অক্টোবর দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই জমি নিয়ে একাধিক মামলা ও এলাকায় একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান হয়নি।
গতকাল রোববার রাত ২টার দিকে ৩০-৩৫ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিবাদপূর্ণ ওই জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আবু তাহের নামের ওই ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবাকে রাতে নানার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন মামা। সেই দাওয়াত খেতে এসেছিলেন বাবা। উনি তো কারও সঙ্গে মারামারি করেননি। তাঁকে বাড়ি থেকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।’
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আবুল কাশেম ও মহসিন আলী নামে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১২ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে