বেরোবি প্রতিনিধি
মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। আজ রোববার সকালে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে ওই তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন—অনন্যা দাশ, মিম্পা খাতুন, ওবাইদুল আতিক।
জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে পুরোদমে ক্লাস-পরীক্ষায় ফিরেছে বিশ্ববিদ্যালয়টি। কিন্তু মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে চরম বিঘ্ন ঘটছে। তীব্র গরমে শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শ্রেণি কক্ষে ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী। ফলে অনেক শিক্ষক তীব্র গরমে গাছতলায় ক্লাস নিচ্ছেন, আবার অনেকে ক্লাস শিডিউল পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের কথা থাকলেও তা মানছে না রংপুর অঞ্চলের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এলাকাভিত্তিক ১ ঘণ্টা লোডশেডিংয়ের কথা থাকলেও ২৪ ঘণ্টায় বিদ্যুৎ থাকছে মাত্র ৬-৮ ঘণ্টা।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করেছেন।
মার্কেটিং বিভাগের নুসাইবা রিফা বলেন, ‘প্রচণ্ড গরমে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে। স্যারকে অনুরোধ করে দুই দিন ক্লাস বাতিল করেছি এবং এক দিন সময় পরিবর্তন করেছি। এমন অবস্থায় আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। অতি দ্রুত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে শিক্ষার্থীরা নেসকো অফিস ঘেরাও করতে বাধ্য হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক নুরুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘নেসকো ২৪ ঘণ্টায় এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বললেও ৫-৮ ঘণ্টা পর্যন্ত এটি চলছে। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের।’ বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম ও পড়ালেখার পরিবেশের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নেসকোর সঙ্গে আলোচনা করার কথা জানান তিনি।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় লোডশেডিং কম দেওয়ার চেষ্টা করছি।’
মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। আজ রোববার সকালে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে ওই তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন—অনন্যা দাশ, মিম্পা খাতুন, ওবাইদুল আতিক।
জানা যায়, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে পুরোদমে ক্লাস-পরীক্ষায় ফিরেছে বিশ্ববিদ্যালয়টি। কিন্তু মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে চরম বিঘ্ন ঘটছে। তীব্র গরমে শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শ্রেণি কক্ষে ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী। ফলে অনেক শিক্ষক তীব্র গরমে গাছতলায় ক্লাস নিচ্ছেন, আবার অনেকে ক্লাস শিডিউল পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের কথা থাকলেও তা মানছে না রংপুর অঞ্চলের নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এলাকাভিত্তিক ১ ঘণ্টা লোডশেডিংয়ের কথা থাকলেও ২৪ ঘণ্টায় বিদ্যুৎ থাকছে মাত্র ৬-৮ ঘণ্টা।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করেছেন।
মার্কেটিং বিভাগের নুসাইবা রিফা বলেন, ‘প্রচণ্ড গরমে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে। স্যারকে অনুরোধ করে দুই দিন ক্লাস বাতিল করেছি এবং এক দিন সময় পরিবর্তন করেছি। এমন অবস্থায় আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। অতি দ্রুত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে শিক্ষার্থীরা নেসকো অফিস ঘেরাও করতে বাধ্য হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক নুরুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘নেসকো ২৪ ঘণ্টায় এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বললেও ৫-৮ ঘণ্টা পর্যন্ত এটি চলছে। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের।’ বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম ও পড়ালেখার পরিবেশের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নেসকোর সঙ্গে আলোচনা করার কথা জানান তিনি।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় লোডশেডিং কম দেওয়ার চেষ্টা করছি।’
চট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
২১ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
৩৮ মিনিট আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
৩৯ মিনিট আগেঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা।
৪২ মিনিট আগে