Ajker Patrika

ফাইল আটকে ঘুষ নেন শিক্ষা কর্মকর্তারা, বললেন সংসদ সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি
ফাইল আটকে ঘুষ নেন শিক্ষা কর্মকর্তারা, বললেন সংসদ সদস্য

কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা এমপিওসহ বিভিন্ন ফাইল এগিয়ে নিতে ঘুষ নেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান এ অভিযোগ তোলেন।

তবে শিক্ষা বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদরুল হাসান সভায় উপস্থিত ছিলেন না। শিক্ষকদের কাছে টাকা না নিতে তাঁর কাছে বার্তা পৌঁছে দিতে উপস্থিত সবাইকে নির্দেশনা দেন এমপি। 

শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ আছে দাবি করে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি বিপ্লব হাসান বলেন, ‘মাধ্যমিক (শিক্ষা কর্মকর্তা) উপস্থিত থাকলে আমি বলতাম। তারা শিক্ষকদের বিভিন্ন ফাইল অগ্রগামী করতে টাকা নেন। বলে দেবেন যেন এটা আর না করে। তাহলে আমরাও ব্যবস্থা নেব।’ 

সংসদ সদস্যের অভিযোগের বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদরুল হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার (ডিইও) মো. শামছুল আলম বলেন, ‘টাকা নেওয়ার বিষয়ে আমাকে কোনো শিক্ষক অভিযোগ দেননি। বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সঙ্গে কথা বলব। অভিযোগ খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’ 

সভায় উপজেলার ধনারচর সিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিসিবি কার্ড ও ফেয়ার প্রাইস কার্ড, নদীভাঙন, বিভিন্ন অঞ্চলের রাস্তা, ব্রিজ, বাঁশের সাঁকো, হাট-বাজার উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সীমান্ত পরিস্থিতি, উপজেলা মডেল মসজিদসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমস্যা ও সমাধান নিয়েও আলোচনা করেন এই সংসদ সদস্য। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম মিনু, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত