হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আমদানি বাড়ায় মাত্র দু'দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কমে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে, পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্নআয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ভারতে পেঁয়াজের মোকামে ৪ দিন ট্রাক লোডিং বন্ধ ছিল। এর ফলে গত সপ্তাহে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। ফলে দেশের বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম বাড়তির ছিল। পূজার বন্ধের পর পুনরায় মোকামে পেঁয়াজের লোডিং শুরু হওয়ায় পেঁয়াজ গত শনিবার থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে প্রবেশ করছে। এতে দেশের বাজারে সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এ জন্য পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী থেকে কমতে শুরু করেছে।
পেঁয়াজ ব্যবসায়ী আরও বলেন ভারতের মোকামগুলোতে এরই মধ্যে নতুন নাসিক ও ইন্দোর জাতের শীতকালীন কাঁচা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব জাতের পেঁয়াজ নভেম্বরের শেষের দিকে দেশে প্রবেশ শুরু করবে। এ সময় পেঁয়াজের দাম মোটামুটি ৩০ টাকার নিচে চলে আসবে।
হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেড়েছে। গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে গত শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৪৮৫ টন, রোববার ১৩ ট্রাকে ৩৪৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। যা গত কয়েক দিনের তুলনায় সর্বোচ্চ পেঁয়াজ আমদানি।
ম্যানেজার আরও বলেন, আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ যেহেতু কাচা পণ্য তাই এটি যেন দ্রুত বন্দর থেকে খালাস করে নিতে পারেন আমদানিকারকেরা এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।
আমদানি বাড়ায় মাত্র দু'দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কমে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে, পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্নআয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ভারতে পেঁয়াজের মোকামে ৪ দিন ট্রাক লোডিং বন্ধ ছিল। এর ফলে গত সপ্তাহে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। ফলে দেশের বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম বাড়তির ছিল। পূজার বন্ধের পর পুনরায় মোকামে পেঁয়াজের লোডিং শুরু হওয়ায় পেঁয়াজ গত শনিবার থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে প্রবেশ করছে। এতে দেশের বাজারে সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এ জন্য পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী থেকে কমতে শুরু করেছে।
পেঁয়াজ ব্যবসায়ী আরও বলেন ভারতের মোকামগুলোতে এরই মধ্যে নতুন নাসিক ও ইন্দোর জাতের শীতকালীন কাঁচা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব জাতের পেঁয়াজ নভেম্বরের শেষের দিকে দেশে প্রবেশ শুরু করবে। এ সময় পেঁয়াজের দাম মোটামুটি ৩০ টাকার নিচে চলে আসবে।
হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেড়েছে। গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে গত শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৪৮৫ টন, রোববার ১৩ ট্রাকে ৩৪৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। যা গত কয়েক দিনের তুলনায় সর্বোচ্চ পেঁয়াজ আমদানি।
ম্যানেজার আরও বলেন, আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ যেহেতু কাচা পণ্য তাই এটি যেন দ্রুত বন্দর থেকে খালাস করে নিতে পারেন আমদানিকারকেরা এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৩ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে