হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আমদানি বাড়ায় মাত্র দু'দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কমে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে, পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্নআয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ভারতে পেঁয়াজের মোকামে ৪ দিন ট্রাক লোডিং বন্ধ ছিল। এর ফলে গত সপ্তাহে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। ফলে দেশের বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম বাড়তির ছিল। পূজার বন্ধের পর পুনরায় মোকামে পেঁয়াজের লোডিং শুরু হওয়ায় পেঁয়াজ গত শনিবার থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে প্রবেশ করছে। এতে দেশের বাজারে সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এ জন্য পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী থেকে কমতে শুরু করেছে।
পেঁয়াজ ব্যবসায়ী আরও বলেন ভারতের মোকামগুলোতে এরই মধ্যে নতুন নাসিক ও ইন্দোর জাতের শীতকালীন কাঁচা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব জাতের পেঁয়াজ নভেম্বরের শেষের দিকে দেশে প্রবেশ শুরু করবে। এ সময় পেঁয়াজের দাম মোটামুটি ৩০ টাকার নিচে চলে আসবে।
হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেড়েছে। গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে গত শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৪৮৫ টন, রোববার ১৩ ট্রাকে ৩৪৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। যা গত কয়েক দিনের তুলনায় সর্বোচ্চ পেঁয়াজ আমদানি।
ম্যানেজার আরও বলেন, আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ যেহেতু কাচা পণ্য তাই এটি যেন দ্রুত বন্দর থেকে খালাস করে নিতে পারেন আমদানিকারকেরা এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।
আমদানি বাড়ায় মাত্র দু'দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা থেকে ৪৩ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কমে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ আসা শুরু করলে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অপরদিকে, পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্নআয়ের মানুষজন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী তোজাম্মেল হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে ভারতে পেঁয়াজের মোকামে ৪ দিন ট্রাক লোডিং বন্ধ ছিল। এর ফলে গত সপ্তাহে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। ফলে দেশের বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ কমায় দাম বাড়তির ছিল। পূজার বন্ধের পর পুনরায় মোকামে পেঁয়াজের লোডিং শুরু হওয়ায় পেঁয়াজ গত শনিবার থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে প্রবেশ করছে। এতে দেশের বাজারে সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এ জন্য পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী থেকে কমতে শুরু করেছে।
পেঁয়াজ ব্যবসায়ী আরও বলেন ভারতের মোকামগুলোতে এরই মধ্যে নতুন নাসিক ও ইন্দোর জাতের শীতকালীন কাঁচা পেঁয়াজ উঠতে শুরু করেছে। এসব জাতের পেঁয়াজ নভেম্বরের শেষের দিকে দেশে প্রবেশ শুরু করবে। এ সময় পেঁয়াজের দাম মোটামুটি ৩০ টাকার নিচে চলে আসবে।
হিলি স্থলবন্দরের ম্যানেজার অশিত স্যানাল বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বেড়েছে। গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২০৯ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে গত শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৪৮৫ টন, রোববার ১৩ ট্রাকে ৩৪৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। যা গত কয়েক দিনের তুলনায় সর্বোচ্চ পেঁয়াজ আমদানি।
ম্যানেজার আরও বলেন, আজও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। পেঁয়াজ যেহেতু কাচা পণ্য তাই এটি যেন দ্রুত বন্দর থেকে খালাস করে নিতে পারেন আমদানিকারকেরা এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। প্রাথমিক পর্যায়ে গত ১৫ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়।
২৬ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
১ ঘণ্টা আগেনড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্যা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের উপর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে এক শিক্ষক নেতার বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিকভাবে ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তিনি এই অভিযোগ করেন। পরে ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান তার সহকর্মী রবিউল ইসলাম
১ ঘণ্টা আগে