Ajker Patrika

একদলীয় শাসন চালু হয় কি না তা নিয়ে শঙ্কিত: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
একদলীয় শাসন চালু হয় কি না  তা নিয়ে শঙ্কিত: জিএম কাদের

এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমাদের ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কি না, এটা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের কোরবানি দিলে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়ে যাবে।’

এর আগে বেলা ১১টায় রংপুর নগরীর তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশুমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জাপা চেয়ারম্যান। ভোট কেমন হচ্ছে এ প্রশ্নের জবাবে সেখানে লাঙ্গলের এই প্রার্থী বলেন, ‘সব জায়গায় ভোট ভালো হওয়ার কথা ছিল; কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ ভালো দেখছি না। দু-এক জায়গায় যদি ভালো না হয়, সেটিও খারাপ লক্ষণ। শীত, ভোট বর্জনের ক্যাম্পেইন, ভোটারদের দ্বিধাদ্বন্দ্বের কারণে সকালে উপস্থিতি কম। তবে রংপুরের মানুষ লাঙ্গলের রাজনীতি করে। রংপুরে ভোটার উপস্থিতি ভালো হবে; কিন্তু রংপুর সারা দেশের পরিস্থিতি যাছাইয়ের উদাহরণ নয়।’

নির্বাচন-পরবর্তী ভাবনা কী, জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যেহেতু এসে গেছি, বর্জন করার সুযোগ নেই। নির্বাচনের পর ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।’

উল্লেখ্য, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই আসনে জি এম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত