কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ওয়ার্ডের বেলকনিতে রাখা ম্যাট্রেসে প্রথম আগুন দেখা যায়। সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম।
ডায়রিয়া ওয়ার্ড সূত্র জানায়, ওয়ার্ডের একটি কক্ষের পূর্ব দিকের বেলকনিতে রাখা কিছু ম্যাট্রেসে আগুন লাগে। এ সময় ওয়ার্ডে ১৫ শিশুসহ মোট ৩০ জন রোগী ছিল। তবে ধোঁয়া দেখে রোগী ও তাদের স্বজনরা দ্রুত ওয়ার্ডের বাইরে বের হয়ে যাওয়ায় কারও কোনোও ক্ষতি হয়নি।
ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রোজিনা খাতুন বলেন, ‘দুপুর ২টা ৫০ মিনিটে হঠাৎ করে ওয়ার্ডের একটি কক্ষের বেলকনি থেকে ধোঁয়া উড়তে দেখি। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়েছে এমন সন্দেহে সঙ্গে সঙ্গে আমরা মেইন সুইচ বন্ধ করে দেই। কিন্তু ধোঁয়া বেশি হয়ে কক্ষের টয়লেটে আগুন ছড়িয়ে পড়ে। রোগীরা দ্রুত ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
ক্ষয়ক্ষতি প্রশ্নে রোজিনা বলেন, ‘আগুনের ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। রোগীরা ধোঁয়া দেখে বের হয়ে যাওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি। শুধু পুরোনো কিছু ম্যাট্রেস পুড়ে গেছে।’
আছমা নামের ওয়ার্ডের এক রোগী বলেন, ‘কেমন করে আগুন লাগছে জানি না। আগুনের ধোঁয়া দেখে আমরা বাইরে বের হয়ে গেছি।’
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে বেলকনিতে রাখা ম্যাট্রেসে আগুন লাগে। পরে ওই আগুনে টয়লেটের দরজাও পুড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিভিয়ে ফেলি। অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহীনুর রহমান সরদার বলেন, ‘আগুনে তেমন কোনোও ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে আমরা একটি তদন্ত কমিটি করব।’
কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ওয়ার্ডের বেলকনিতে রাখা ম্যাট্রেসে প্রথম আগুন দেখা যায়। সিগারেট বা কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম।
ডায়রিয়া ওয়ার্ড সূত্র জানায়, ওয়ার্ডের একটি কক্ষের পূর্ব দিকের বেলকনিতে রাখা কিছু ম্যাট্রেসে আগুন লাগে। এ সময় ওয়ার্ডে ১৫ শিশুসহ মোট ৩০ জন রোগী ছিল। তবে ধোঁয়া দেখে রোগী ও তাদের স্বজনরা দ্রুত ওয়ার্ডের বাইরে বের হয়ে যাওয়ায় কারও কোনোও ক্ষতি হয়নি।
ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রোজিনা খাতুন বলেন, ‘দুপুর ২টা ৫০ মিনিটে হঠাৎ করে ওয়ার্ডের একটি কক্ষের বেলকনি থেকে ধোঁয়া উড়তে দেখি। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়েছে এমন সন্দেহে সঙ্গে সঙ্গে আমরা মেইন সুইচ বন্ধ করে দেই। কিন্তু ধোঁয়া বেশি হয়ে কক্ষের টয়লেটে আগুন ছড়িয়ে পড়ে। রোগীরা দ্রুত ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯—এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
ক্ষয়ক্ষতি প্রশ্নে রোজিনা বলেন, ‘আগুনের ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। রোগীরা ধোঁয়া দেখে বের হয়ে যাওয়ায় কারও কোনো ক্ষতি হয়নি। শুধু পুরোনো কিছু ম্যাট্রেস পুড়ে গেছে।’
আছমা নামের ওয়ার্ডের এক রোগী বলেন, ‘কেমন করে আগুন লাগছে জানি না। আগুনের ধোঁয়া দেখে আমরা বাইরে বের হয়ে গেছি।’
ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে বেলকনিতে রাখা ম্যাট্রেসে আগুন লাগে। পরে ওই আগুনে টয়লেটের দরজাও পুড়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিভিয়ে ফেলি। অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহীনুর রহমান সরদার বলেন, ‘আগুনে তেমন কোনোও ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে আমরা একটি তদন্ত কমিটি করব।’
আক্কেলপুরে ছাত্র আন্দোলনে হামলার দুই মামলায় আব্দুর রহিম ওরফে স্বাধীন মাস্টার (৫৩) নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্তে আজ বৃহস্পতিবার আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে তাঁকে প্রেপ্তার করা হয়। পরে তাঁকে জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়।
১২ মিনিট আগেপ্রাধান্যপ্রাপ্ত বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাত থাকবে আমার অগ্রাধিকারে। বিশেষ করে, পরিবেশ ও পর্যটনে বাড়তি নজর দেব। সিলেট হচ্ছে আমাদের প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যাকে প্রকৃতির মতোই রাখতে হবে।
১ ঘণ্টা আগেস্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে নাম উল্লেখ করা ৪২ জনের মধ্যে ৪১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারী। অপরজন হাসপাতাল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালিয়াকান্দি বাজার ও আশপাশে এলাকায় সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী দুজন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা
১ ঘণ্টা আগে