Ajker Patrika

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত

দিনাজপুর প্রতিনিধি
পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় আমির আলী (৬৯) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পার্বতীপুর রেল স্টেশন সংলগ্ন লোকোশেড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির আলী পার্বতীপুরের ইসলামপুর এলাকার মৃত আহমেদ আলীর ছেলে। তিনি জনতা ব্যাংকের সাবেক ক্যাশ অফিসার ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও ওই ট্রেনের যাত্রী রুমিনা বেগম বলেন, নিহত আমির আলী রেল লাইনের পাশের স্লিপারে বসে ছিলেন। আজ সকাল পৌনে ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে ঢোকার আগে লোকোশেড এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেন চালক হর্ন দিতে থাকেন। এ সময় জানালা দিয়ে নিহত আমির আলীকে রেল লাইনের পাশের স্লিপারে বসে থাকতে দেখি। 

একাধিকবার হর্ন দিলেও রেল লাইন থেকে সরে না যাওয়াও ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন তিনি। এ সময় তার হাত, পা ভেঙে যায় ও মাথার বিভিন্ন স্থানে ফেটে গিয়ে ঘটনাস্থলেই আমির আলী মারা যান। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পার্বতীপুর রেল থানায় নিয়ে আসেন। 
 
পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, প্রতিদিনের মতো আজও সকালে হাঁটতে বের হয়েছিলেন আমির আলী। কিছুদিন আগে তাঁর ব্রেনে টিউমারের একটি অপারেশন করার পর থেকেই কানে কম শুনতেন তিনি। অসতর্কতার কারণেই তাঁর মৃত্যু হতে পারে। 

অফিসার ইনচার্জ আরও বলেন, অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত