Ajker Patrika

ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু, প্রত্যক্ষদর্শী বলছে আত্মহত্যা

রংপুর প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু, প্রত্যক্ষদর্শী বলছে আত্মহত্যা

রংপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্নাতকোত্তর পড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরীর লালবাগ রেলগেটে এলাকায় পার্বতীপুর থেকে লালমনিরহাট বুড়িমারীগামী ৪৬২ নম্বর ট্রেনের নিচে কাটা পরে ওই শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলছে, স্বেচ্ছায় গিয়ে রেল লাইনে শুয়ে পড়ে ওই তরুণী। 

মৃত তরুণীর নাম শিউলী রানী (২৫)। তিনি সরকারি বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার কিছু আগে রেলগেট এলাকায় একটি ছেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে রেললাইনে গিয়ে শুয়ে পড়েন ওই তরুণী। দূর থেকে অনেকেই তাকে বাঁচাতে চিৎকার করলেও ততক্ষণে ট্রেনের নিচে কাটা পড়ে তিন টুকরো হয়ে যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

পুলিশ ও পরিবার বলছে, রংপুরের পরশুরাম থানার বিনোদ বালাপাড়া কোঁয়াড় ৪ নম্বর ওয়ার্ডের ক্ষীতিশ চন্দ্র বর্মণের মেয়ে শিউলি রানী। আজ মঙ্গলবার সকালে তাঁর ভাই সুমন চন্দ্রের মোটরসাইকেলে রংপুরে যান তিনি। সন্ধ্যা ৬টার দিকে ওই তরুণী লালবাগ রেলগেটের ৫০ গজ পশ্চিমে রোশনা ছাত্রী নিবাসের সামনে ট্রেনের নিচে কাটা পড়েন। রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

নিহত তরুণীর বড় ভাই সুমন চন্দ্র রায় বলেন, ‘শিউলি অসুস্থ ছিল। তাঁকে ভারতে চিকিৎসা করানোর জন্য সব প্রস্তুতি শেষ করেছি। এরই মধ্যে বোন আমাদের ছেড়ে চলে গেল।’

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, ‘ওই তরুণীর মরদেহ উদ্ধার করা ফাঁড়িতে আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত