Ajker Patrika

অপরিচ্ছন্ন অস্ত্রোপচার কক্ষ, ক্লিনিককে জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
অপরিচ্ছন্ন অস্ত্রোপচার কক্ষ, ক্লিনিককে জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে নানা অনিয়মের কারণে একটি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বীরগঞ্জ পৌরশহরের পোস্ট অফিস সংলগ্ন এলাকায় রিদিতা ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে গতকাল রোববার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী জানায়, ক্লিনিকের কাগজপত্র ঠিক নেই, ক্লিনিকের প্যাথলজিক্যাল মান উন্নত না থাকা, লাইসেন্স নবায়ন না থাকা, আবাসিক ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স না থাকা, অপারেশন থিয়েটার অপরিষ্কার, চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত ভর্তিকৃত রোগীর চিকিৎসা দেওয়ায় এই জরিমানা করা হয়। 

সেনেটারী ইন্সপেক্টর ফরিদ বিন বলেন, নিয়মিত মনিটরিং এবং অব্যাহত অভিযানের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রিদিতা ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন আলী, বীরগঞ্জ থানার এসআই নিরঞ্জন রায়সহ পুলিশ সদস্য, স্থানীয় সাংবাদিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত