রংপুর প্রতিনিধি
নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’
নির্বাচন কমিশন নিজেই স্বীকার করেছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সঠিক হচ্ছে না, আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। এরপরও সরকারে পক্ষে বিপক্ষে কথা বলার প্রমাণ হিসেবে রাখতে সংসদ নির্বাচনের আগে সব নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে এসে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘আমরা আমাদের প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নিয়েছি যে, জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনগুলো হবে সবগুলোতেই আমরা অংশগ্রহণ করব। এটা দলীয় সিদ্ধান্ত। আমরা নির্বাচন নিয়ে বলেছিলাম, সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে ইভিএমের মাধ্যমে ভোট চুরি, সরকারি দল নানাভাবে প্রভাব বিস্তার করে রেজাল্ট ছিনতাই, সাধারণ নির্বাচনগুলোতে সরকারের কর্তৃত্ব প্রভাবিত করে রেজাল্ট নিজের পক্ষে নেওয়ায় হয়। এগুলো প্রত্যক্ষভাবে দেশবাসী ও কর্মী-সমর্থকদের দেখানোর জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। যাতে সরকারে পক্ষে বিপক্ষে কথা বলতে গেলে প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি।’
ইভিএম নিয়ে জাপার চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্বীকার করেছে যে, ইভিএম দিয়ে নির্বাচন সঠিক হচ্ছে না। নির্বাচন আয়ত্তে আনা সম্ভব হচ্ছে না। আমরা যা আগেই বলেছিলাম। এখন তা সত্যও প্রমাণিত হয়েছে।’
সম্মেলনকে কেন্দ্র করে নগরীর প্রধান প্রধান এলাকা ছাড়াও অলিগলিতে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। সকাল থেকে ৩৩টি ওয়ার্ড এবং ১৯২টি নির্বাচনী সেন্টার থেকে দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা আজ হন পাবলিক লাইব্রেরি মাঠে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি এবং সিটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে আমাদের এই সম্মেলন। সম্মেলন সফল করতে পার্টি অফিসসহ পাড়ায় পাড়ায় সমাবেশ হয়েছে।’
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
৩ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
৩ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৩ ঘণ্টা আগে