নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কয়েক দিনের টানা বর্ষণের কারণে রাজশাহীতে আমের ক্রেতা কমে গেছে। খুচরা ব্যবসায়ীরা আম নিয়ে বসে আছেন, কিন্তু কেনার মতো লোক তেমন পাচ্ছেন না। বৃষ্টির প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম পুঠিয়া উপজেলার বানেশ্বরে আমের দাম কমে গেছে। এ জন্য বৃষ্টির কারণে নানা রকম ভোগান্তির কথা বলছেন পাইকারি ব্যবসায়ীরা।
রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে আম বিক্রি করেন ব্যবসায়ীরা। ঈদের পর থেকেই খুচরা আমের এই বাজারে ক্রেতাসংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আম ব্যবসায়ী মো. তুহিন বলেন, ‘ঈদের পরদিনই দোকান খুলেছি, কিন্তু বৃষ্টি লেগেই আছে। বৃষ্টির কারণে ক্রেতারা ঠিকমতো আসছে না। বাধ্য হয়ে দাম কমাতে হচ্ছে।’
আরেক ব্যবসায়ী সারোয়ার হোসেন বলেন, ‘ঈদের পরদিন থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এ কারণে আমের বাজার খারাপ হচ্ছে।’ তিনি বলেন, ‘এখন আম শেষের দিকে। প্রতিবছর এই সময় আমের দাম বাড়তে থাকে। এবার বৃষ্টির কারণে চিত্র উল্টো। আম বিক্রি না করলে পচে যাবে। তাই কম দামে হলেও আম বিক্রি করে দিতে হচ্ছে। এতে লাভ থাকছে না।’
আজ সোমবার সকালে পুঠিয়ার বানেশ্বর হাটে আম আনেন উপজেলার চামটা গ্রামের চাষি কোরবান আলী। তিনি বলেন, ঈদের আগে তিনি বাজারে লক্ষণভোগ বা লখনা আম বিক্রি করে গিয়েছেন দেড় হাজার টাকা মণ। আজ এই আম বিক্রি করতে হলো ১ হাজার ২০০ টাকায়। কোরবান বলেন, ‘আম না পাড়লিউ হচ্ছি না। বিষ্টিত সব আম গাছিই পাইকি যাচ্ছে। বাজারে আইনি কুনুরকমে ঠেইলি দেওয়া লাগছি। বিষ্টি না হোলি বাজারডা ভালো থাকত।’
বানেশ্বর বাজারের আম ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আজ এখানে ফজলি আম মণপ্রতি ১ হাজার ৩০০ টাকা, লখনা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা এবং আম্রপালি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ২০০ টাকা দরে চাষিদের কাছ থেকে কিনেছেন পাইকারি ব্যবসায়ীরা। ঈদের আগে এসব আমের দাম আরেকটু বেশি ছিল। ঈদের পরের দুই দিনে বৃষ্টির কারণে দাম কমেছে। তবে রবি ও সোমবার দাম কমেনি বলে দাবি করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজদার হোসেন বলেন, ‘এই বৃষ্টি কৃষির জন্য ভালো। চাষিরা আমন ধানের জন্য জমি প্রস্তুত করে নিতে পারছেন। পাটগাছ দ্রুত বেড়ে উঠবে। শুধু চরাঞ্চলে যেসব তিল কেটে রাখা হয়েছে, সেগুলো মাড়াই করতে সমস্যা হচ্ছে। আর আমের বাজারে কিছুটা প্রভাব পড়ছে। বৃষ্টির কারণে একসঙ্গে অতিরিক্ত আম পেকে যাবে। এ কারণে সবই বাজারে তুলতে হবে। তাতে দাম কিছুটা কমতে পারে। তা ছাড়া বৃষ্টি থাকলে আমের বাজারজাত প্রক্রিয়ায়ও একটু বিরূপ প্রভাব পড়বে।’
কয়েক দিনের টানা বর্ষণের কারণে রাজশাহীতে আমের ক্রেতা কমে গেছে। খুচরা ব্যবসায়ীরা আম নিয়ে বসে আছেন, কিন্তু কেনার মতো লোক তেমন পাচ্ছেন না। বৃষ্টির প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম পুঠিয়া উপজেলার বানেশ্বরে আমের দাম কমে গেছে। এ জন্য বৃষ্টির কারণে নানা রকম ভোগান্তির কথা বলছেন পাইকারি ব্যবসায়ীরা।
রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে আম বিক্রি করেন ব্যবসায়ীরা। ঈদের পর থেকেই খুচরা আমের এই বাজারে ক্রেতাসংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আম ব্যবসায়ী মো. তুহিন বলেন, ‘ঈদের পরদিনই দোকান খুলেছি, কিন্তু বৃষ্টি লেগেই আছে। বৃষ্টির কারণে ক্রেতারা ঠিকমতো আসছে না। বাধ্য হয়ে দাম কমাতে হচ্ছে।’
আরেক ব্যবসায়ী সারোয়ার হোসেন বলেন, ‘ঈদের পরদিন থেকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এ কারণে আমের বাজার খারাপ হচ্ছে।’ তিনি বলেন, ‘এখন আম শেষের দিকে। প্রতিবছর এই সময় আমের দাম বাড়তে থাকে। এবার বৃষ্টির কারণে চিত্র উল্টো। আম বিক্রি না করলে পচে যাবে। তাই কম দামে হলেও আম বিক্রি করে দিতে হচ্ছে। এতে লাভ থাকছে না।’
আজ সোমবার সকালে পুঠিয়ার বানেশ্বর হাটে আম আনেন উপজেলার চামটা গ্রামের চাষি কোরবান আলী। তিনি বলেন, ঈদের আগে তিনি বাজারে লক্ষণভোগ বা লখনা আম বিক্রি করে গিয়েছেন দেড় হাজার টাকা মণ। আজ এই আম বিক্রি করতে হলো ১ হাজার ২০০ টাকায়। কোরবান বলেন, ‘আম না পাড়লিউ হচ্ছি না। বিষ্টিত সব আম গাছিই পাইকি যাচ্ছে। বাজারে আইনি কুনুরকমে ঠেইলি দেওয়া লাগছি। বিষ্টি না হোলি বাজারডা ভালো থাকত।’
বানেশ্বর বাজারের আম ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আজ এখানে ফজলি আম মণপ্রতি ১ হাজার ৩০০ টাকা, লখনা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা এবং আম্রপালি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ২০০ টাকা দরে চাষিদের কাছ থেকে কিনেছেন পাইকারি ব্যবসায়ীরা। ঈদের আগে এসব আমের দাম আরেকটু বেশি ছিল। ঈদের পরের দুই দিনে বৃষ্টির কারণে দাম কমেছে। তবে রবি ও সোমবার দাম কমেনি বলে দাবি করেন তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজদার হোসেন বলেন, ‘এই বৃষ্টি কৃষির জন্য ভালো। চাষিরা আমন ধানের জন্য জমি প্রস্তুত করে নিতে পারছেন। পাটগাছ দ্রুত বেড়ে উঠবে। শুধু চরাঞ্চলে যেসব তিল কেটে রাখা হয়েছে, সেগুলো মাড়াই করতে সমস্যা হচ্ছে। আর আমের বাজারে কিছুটা প্রভাব পড়ছে। বৃষ্টির কারণে একসঙ্গে অতিরিক্ত আম পেকে যাবে। এ কারণে সবই বাজারে তুলতে হবে। তাতে দাম কিছুটা কমতে পারে। তা ছাড়া বৃষ্টি থাকলে আমের বাজারজাত প্রক্রিয়ায়ও একটু বিরূপ প্রভাব পড়বে।’
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৪ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৫ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৯ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
১১ মিনিট আগে