Ajker Patrika

রাজশাহীতে ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

রাজশাহীতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। একই সঙ্গে হয়েছে শিলাবৃষ্টি। এতে গাছের আম আর মাঠের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে পানবরজ, ভুট্টাসহ বিভিন্ন ফসলেরও। গতকাল বুধবার বিকেলে রাজশাহীর অন্তত ছয়টি উপজেলায় এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়।

রাজশাহী মহানগর এলাকায় কোনো বৃষ্টি হয়নি। তবে দুই মিনিট ঝড় বয়ে গেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের বেশ কয়েকটি গাছ পড়ে গেছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের হিসাবে, বিকেল ৫টা ৮ থেকে ৫টা ১০ পর্যন্ত দুই মিনিট মহানগরের ওপর দিয়ে ঘণ্টায় ৪১ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যায়। এতেই প্যারিস রোডের গাছ পড়ে যায়।

জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী, পবা, তানোর, মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় কালবৈশাখী ঝড় হয়। এর মধ্যে গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর ও মোহনপুর উপজেলায় শিলাবৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট শিলাবৃষ্টিতে পথঘাট সাদা হয়ে যায়। এতে গাছের আম প্রচুর ঝরে পড়েছে। ধানগাছ ভেঙে পড়ে। অনেক খেতের পাকা ধান ঝরে যায়।

গোদাগাড়ীর কাঁকনহাটের ধানচাষি তরিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে প্রায় ১৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রতিটি বাগানে ঢিল পড়া হয়ে আম পড়ে ছিল। মাঠে মাঠে পাকা বোরো ধান ঝরে গেছে। যেসব খেতের ধানগাছ আকারে ছোট, সেগুলো মাঝামাঝি হয়ে ভেঙে পড়েছে।

রাজশাহীতে গতকাল হওয়া শিলাবৃষ্টিরাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান জানান, রাজশাহী মহানগর এলাকায় গতকাল বিকেলে কোনো বৃষ্টি হয়নি। দুই মিনিট শুধু ৪১ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে গেছে। তারা শুনেছেন যে, কয়েকটি উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে আম ঝরে পড়েছে। ধানখেতেরও কিছু ক্ষতি হয়েছে। তবে এতে উৎপাদনে ঘাটতি হবে না। এরপরও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন। সমন্বিত তথ্য প্রস্তুত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

উপপরিচালক মোজদার আরও বলেন, ‘শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ধানচাষিদের কিছুটা ক্ষতি হয়েছে। তবে আমের কোনো সমস্যা হবে না। আম এসব প্রাকৃতিক দুর্যোগ নিয়েই টিকে থাকে। বড় হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত