Ajker Patrika

রিমান্ড শেষে শিক্ষক রায়হান শরীফ কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ২১: ৩০
রিমান্ড শেষে শিক্ষক রায়হান শরীফ কারাগারে

অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে আজ শুক্রবার পুলিশ তাঁকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সিরাজগঞ্জ সদর আমলি আদালতের কোর্ট ইন্সপেক্টর-২ মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ১১ মার্চ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ইব্রাহিম। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (শুক্রবার) রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। 

৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। 
 
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়। 

এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত