Ajker Patrika

বগুড়ায় লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৪, ০০: ২০
বগুড়ায় লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার গাবতলীতে কলেজ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সর্বশেষ রাত রাত ১২টায় লাইনচ্যুত বগিগুলো সরানো সম্ভব হলেও বিভিন্ন স্থানে আটকে থাকা ট্রেনগুলো ঘটনাস্থল অতিক্রম করেনি।

রোববার রাত পৌনে ৯টার দিকে গাবতলী রেলস্টেশনের প্রবেশমুখে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু। তিনি জানান, সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন নামের লোকাল ট্রেনটি বগুড়া রেলস্টেশন থেকে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায় রোববার রাত সোয়া ৮টায়। ট্রেনটি গাবতলী স্টেশনে প্রবেশ করার আগেই পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। গাবতলী রেলস্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি ছিল, এ কারণে গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, রাত পৌনে ১২টার দিকে বগিগুলোকে সরিয়ে নেওয়া হয়। তবে বগি লাইনচ্যুত হওয়ার কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়া ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ও সান্তাহারগামী লোকাল ট্রেনগুলো এখনো ঘটনাস্থল অতিক্রম করেনি।

ট্রেন চলাচল করার মতো স্বাভাবিক পরিস্থিতি রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত