Ajker Patrika

গানে গানে অ্যান্ড্রু কিশোরের জন্মদিন উদ্‌যাপন 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৯: ২২
গানে গানে অ্যান্ড্রু কিশোরের জন্মদিন উদ্‌যাপন 

রাজশাহীতে গানে গানে কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের ৬৭তম জন্মদিন উদ্‌যাপন করা হয়েছে। নন্দন সাহিত্য একাডেমির উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চে এই অনুষ্ঠান হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন অ্যান্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস। 

এ সময় শিখা বিশ্বাস বলেন, ‘অ্যান্ড্রু কিশোরের জন্মদিনে এত সুন্দর আয়োজন করায় নন্দন সাহিত্য একাডেমিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এভাবেই যুগ যুগ বেঁচে থাকবেন শিল্পী অ্যান্ড্রু কিশোর। পরকালে অ্যান্ড্রু কিশোরের শান্তি কামনায় সবার কাছে দোয়া চাই।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যান্ড্রু কিশোরের বোনজামাই প্যাট্রিক বিপুল বিশ্বাস, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুল ফিরোজ প্রমুখ। 

আলোচনা শেষে সংগীতানুষ্ঠান শুরু হয়। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রবি কিশোর, রাশেদুল ফিরোজ, সাউথিয়া জামান মিম, সোহেল মাহমুদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সাজানো ছিল অ্যান্ড্রু কিশোরের গানে। অনুষ্ঠানের একপর্যায়ে শিল্পীর জন্মদিন উপলক্ষে দর্শক-শ্রোতাদের চকলেট উপহার দেওয়া হয়।

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। এ শহরেই তাঁর বেড়ে ওঠা। মরণব্যাধি ক্যানসারের কাছে পরাজিত হয়ে ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতে বোনের বাসায় তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত