Ajker Patrika

ধূমপান করতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২০: ৪২
ধূমপান করতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় অভিমান করে সাহেদুজ্জামান সিয়াম (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার পিরব ইউনিয়নের চাঁপাচিল গ্রামে এ ঘটনা ঘটে। 

সিয়াম ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে ও স্থানীয় কিফাতুল্লাহ তুরাফ আলী কিন্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

সিয়ামের স্বজন গাজীউল হক জানান, কিছুদিন ধরে সিয়াম ধূমপান করতে শুরু করে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে ধূমপান করতে নিষেধ করে। এতে অভিমান করে সিয়াম সোমবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। 

সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, পরিবারের ওপর অভিমানে সিয়াম আত্মহত্যা করেছে। নিশ্চিত হওয়ার জন্য মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত