চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে চিরকুট লিখে ৯ জুলাই রাজু আহমেদ (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে রাজুর মা সুফিয়া খানম শারীরিক নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে চারঘাট মডেল থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, মামলায় দূর্জয় হাসান শান্ত (২৬), মোহাম্মদ টুটুল (৩০), জনি ইসলাম (২৩) ও মেহেদী হাসান প্রান্ত (২৮) নামের চার যুবককে আসামি করা হয়েছে।
আসামি চারজনই রাজুর বন্ধু হিসেবে এলাকায় পরিচিত। এঁদের মধ্যে মেহেদী হাসান প্রান্ত পুলিশ কনস্টেবল পদে চট্টগ্রামে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চারঘাট সদরের আড়ানী রোডে ফাইজা হার্ডওয়্যারস নামে রাজুর দোকান রয়েছে। সেখানে আসামি শান্ত, টুটুল ও জনি নিয়মিত যাতায়াত করতেন। অন্য আসামি প্রান্ত ছুটিতে এলে সেখানে আড্ডা দিতেন। ৫ জুলাই ব্যবসার কাজে রাজুর কিছু টাকার প্রয়োজন হলে তাঁরা তাঁকে কিছু টাকা ধার দিতে রাজি হন। টাকা ধার দেওয়ার আশ্বাসে ৩০০ টাকার একটা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। রাজুর নিজের এবং তাঁর মা সুফিয়া খানমের ব্যাংকের চেকের পাতা নেন। কিন্তু তাঁরা রাজুকে কোনো টাকা দেননি।
এরপর ৮ জুলাই আসামিরা রাজুর কাছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পাবেন বলে দাবি করেন। একপর্যায়ে দোকান বন্ধ করে রাত ১০টার দিকে রাজু বাড়ি ফেরার সময় আসামিরা মাঝ রাস্তা থেকে রাজুকে ধরে নিয়ে চারঘাট পাইলট স্কুল মাঠে নিয়ে যান। সেখানে তাঁকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন ও গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে আসামিদের হাত থেকে রাজুকে উদ্ধার করেন। এ সময় এক দিনের মধ্যে রাজু টাকা না দিলে পুরো পরিবারকে হেনস্তা করবে মর্মে হুমকি দেন। পরদিন সকালে রাজু অপমান নির্যাতন সইতে না পেরে ডায়েরিতে মৃত্যুর কারণ লিখে আত্মহত্যা করেন।
রাজুর মা সুফিয়া খানম বলেন, ‘আমার ছেলেকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। পুলিশ সদস্য প্রান্ত নির্যাতনের সময় গালিগালাজ করে আমার ছেলেকে বলেছে তোর কাছে থেকে টাকা নিতে চিটাগং থেকে প্লেন ভাড়া করে এসেছি। কীভাবে ছাই দিয়ে দড়ি পাকাতে হয় সেটা আমরা ভালোই জানি।’
রাজুর মা সুফিয়া খানম আরও বলেন, ‘আমি চারঘাটের ক্যাডেট কলেজ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। রাজুর বাবা মারা গেছেন, অভিভাবক বলতে সবকিছুই আমি। এলাকায় আমাদের মানসম্মান আছে। এ জন্য আমার ছেলে এত অপমান ও নির্যাতন সইতে না পেরে ডায়েরিতে লিখে রেখে আত্মহত্যা করেছে।’
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘রাজু আহমেদের আত্মহত্যার ঘটনায় তাঁর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের আইনের আওতায় নিয়ে আনা হবে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
রাজশাহীর চারঘাটে চিরকুট লিখে ৯ জুলাই রাজু আহমেদ (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে রাজুর মা সুফিয়া খানম শারীরিক নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে চারঘাট মডেল থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, মামলায় দূর্জয় হাসান শান্ত (২৬), মোহাম্মদ টুটুল (৩০), জনি ইসলাম (২৩) ও মেহেদী হাসান প্রান্ত (২৮) নামের চার যুবককে আসামি করা হয়েছে।
আসামি চারজনই রাজুর বন্ধু হিসেবে এলাকায় পরিচিত। এঁদের মধ্যে মেহেদী হাসান প্রান্ত পুলিশ কনস্টেবল পদে চট্টগ্রামে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চারঘাট সদরের আড়ানী রোডে ফাইজা হার্ডওয়্যারস নামে রাজুর দোকান রয়েছে। সেখানে আসামি শান্ত, টুটুল ও জনি নিয়মিত যাতায়াত করতেন। অন্য আসামি প্রান্ত ছুটিতে এলে সেখানে আড্ডা দিতেন। ৫ জুলাই ব্যবসার কাজে রাজুর কিছু টাকার প্রয়োজন হলে তাঁরা তাঁকে কিছু টাকা ধার দিতে রাজি হন। টাকা ধার দেওয়ার আশ্বাসে ৩০০ টাকার একটা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। রাজুর নিজের এবং তাঁর মা সুফিয়া খানমের ব্যাংকের চেকের পাতা নেন। কিন্তু তাঁরা রাজুকে কোনো টাকা দেননি।
এরপর ৮ জুলাই আসামিরা রাজুর কাছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পাবেন বলে দাবি করেন। একপর্যায়ে দোকান বন্ধ করে রাত ১০টার দিকে রাজু বাড়ি ফেরার সময় আসামিরা মাঝ রাস্তা থেকে রাজুকে ধরে নিয়ে চারঘাট পাইলট স্কুল মাঠে নিয়ে যান। সেখানে তাঁকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন ও গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে আসামিদের হাত থেকে রাজুকে উদ্ধার করেন। এ সময় এক দিনের মধ্যে রাজু টাকা না দিলে পুরো পরিবারকে হেনস্তা করবে মর্মে হুমকি দেন। পরদিন সকালে রাজু অপমান নির্যাতন সইতে না পেরে ডায়েরিতে মৃত্যুর কারণ লিখে আত্মহত্যা করেন।
রাজুর মা সুফিয়া খানম বলেন, ‘আমার ছেলেকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। পুলিশ সদস্য প্রান্ত নির্যাতনের সময় গালিগালাজ করে আমার ছেলেকে বলেছে তোর কাছে থেকে টাকা নিতে চিটাগং থেকে প্লেন ভাড়া করে এসেছি। কীভাবে ছাই দিয়ে দড়ি পাকাতে হয় সেটা আমরা ভালোই জানি।’
রাজুর মা সুফিয়া খানম আরও বলেন, ‘আমি চারঘাটের ক্যাডেট কলেজ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। রাজুর বাবা মারা গেছেন, অভিভাবক বলতে সবকিছুই আমি। এলাকায় আমাদের মানসম্মান আছে। এ জন্য আমার ছেলে এত অপমান ও নির্যাতন সইতে না পেরে ডায়েরিতে লিখে রেখে আত্মহত্যা করেছে।’
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘রাজু আহমেদের আত্মহত্যার ঘটনায় তাঁর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের আইনের আওতায় নিয়ে আনা হবে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২২ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৭ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩২ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে