রাজশাহী প্রতিনিধি
দেশকে ধ্বংস করতে বিএনপি ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘দেশ পরিচালনায় বিএনপির কোনো যোগ্যতা নেই। যোগ্যতা প্রমাণ করতে হলে দুর্নীতি, নৈরাজ্য, মানুষ হত্যা থেকে বিরত থাকতে হবে। কিন্তু তারা পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যোগ্যতা একমাত্র শেখ হাসিনার আছে।’
আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় যুবলীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন পরশ। ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় আসতে বিদেশি প্রভুদের কাছে গিয়ে লাভ হবে না। ক্ষমতায় আসতে হলে আগে নাকে খত দিয়ে জনগণের কাছে মাফ চাইতে হবে।’
আগামী দিনে যুবলীগের নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘রাজপথই যুবলীগের ঠিকানা। রাজপথে থেকে সকল নৈরাজ্য ঠেকিয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর হত্যার পর আমাদের প্রাণ শেখ হাসিনা। তিনি থাকলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। কেননা, বাংলাদেশের সকল অর্জন শেখ হাসিনার হাতে হয়েছে।’
সবাইকে জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘এই জনসভাকে ঐতিহাসিক জনসভায় পরিণত করতে হবে। সেই জনসভা থেকে জানান দিতে চাই বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র গুঁড়িয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘শেখ ফজলুল হক মনি যুবলীগকে শক্তিশালী করেছিল। মনির সুযোগ্য সন্তান পরশকে ও নিখিলকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। রাজশাহীতে যুবলীগের যত ইউনিট আছে তাদের মাঠে, গ্রামে, নগর-বন্দরে গিয়ে জনমত গঠন করে হাসিনার বর্ণিল আগমনে ভরে দিতে হবে।’
এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
যুবলীগের বিভাগীয় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগ, বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
দেশকে ধ্বংস করতে বিএনপি ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘দেশ পরিচালনায় বিএনপির কোনো যোগ্যতা নেই। যোগ্যতা প্রমাণ করতে হলে দুর্নীতি, নৈরাজ্য, মানুষ হত্যা থেকে বিরত থাকতে হবে। কিন্তু তারা পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যোগ্যতা একমাত্র শেখ হাসিনার আছে।’
আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় যুবলীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন পরশ। ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় আসতে বিদেশি প্রভুদের কাছে গিয়ে লাভ হবে না। ক্ষমতায় আসতে হলে আগে নাকে খত দিয়ে জনগণের কাছে মাফ চাইতে হবে।’
আগামী দিনে যুবলীগের নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘রাজপথই যুবলীগের ঠিকানা। রাজপথে থেকে সকল নৈরাজ্য ঠেকিয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর হত্যার পর আমাদের প্রাণ শেখ হাসিনা। তিনি থাকলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। কেননা, বাংলাদেশের সকল অর্জন শেখ হাসিনার হাতে হয়েছে।’
সবাইকে জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘এই জনসভাকে ঐতিহাসিক জনসভায় পরিণত করতে হবে। সেই জনসভা থেকে জানান দিতে চাই বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র গুঁড়িয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘শেখ ফজলুল হক মনি যুবলীগকে শক্তিশালী করেছিল। মনির সুযোগ্য সন্তান পরশকে ও নিখিলকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। রাজশাহীতে যুবলীগের যত ইউনিট আছে তাদের মাঠে, গ্রামে, নগর-বন্দরে গিয়ে জনমত গঠন করে হাসিনার বর্ণিল আগমনে ভরে দিতে হবে।’
এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
যুবলীগের বিভাগীয় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগ, বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
কক্সবাজারের চকরিয়ায় চোরাই গাছভর্তি গাড়ি জব্দের পর বন কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার খুটাখালীর সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেবরিশালের মুলাদীতে জয়ন্তী নদীর ভাঙনের মুখে পড়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাড়িঘর ও প্রতিষ্ঠান রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর, জালালপুর, চরনাজিরপুর এলাকায় ব্যাপক ভাঙন দেখা দেওয়ায় ওই এলাকার বাসিন্দারা এ দাবি জানান।
৩১ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ফজলুর রহমান। তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে তাঁর সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ চলছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
৪০ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে পাঁচ লাখ টাকা মূল্যের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরির পর এবার বেশ কিছু রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।
১ ঘণ্টা আগে