Ajker Patrika

বিএনপির দেশ পরিচালনার যোগ্যতা নেই: পরশ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২১: ১৫
বিএনপির দেশ পরিচালনার যোগ্যতা নেই: পরশ

দেশকে ধ্বংস করতে বিএনপি ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘দেশ পরিচালনায় বিএনপির কোনো যোগ্যতা নেই। যোগ্যতা প্রমাণ করতে হলে দুর্নীতি, নৈরাজ্য, মানুষ হত্যা থেকে বিরত থাকতে হবে। কিন্তু তারা পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যোগ্যতা একমাত্র শেখ হাসিনার আছে।’ 

আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় যুবলীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন পরশ। ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। 

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় আসতে বিদেশি প্রভুদের কাছে গিয়ে লাভ হবে না। ক্ষমতায় আসতে হলে আগে নাকে খত দিয়ে জনগণের কাছে মাফ চাইতে হবে।’ 

আগামী দিনে যুবলীগের নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘রাজপথই যুবলীগের ঠিকানা। রাজপথে থেকে সকল নৈরাজ্য ঠেকিয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর হত্যার পর আমাদের প্রাণ শেখ হাসিনা। তিনি থাকলে জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। কেননা, বাংলাদেশের সকল অর্জন শেখ হাসিনার হাতে হয়েছে।’ 

সবাইকে জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘এই জনসভাকে ঐতিহাসিক জনসভায় পরিণত করতে হবে। সেই জনসভা থেকে জানান দিতে চাই বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র গুঁড়িয়ে দেওয়া হবে।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘শেখ ফজলুল হক মনি যুবলীগকে শক্তিশালী করেছিল। মনির সুযোগ্য সন্তান পরশকে ও নিখিলকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন। রাজশাহীতে যুবলীগের যত ইউনিট আছে তাদের মাঠে, গ্রামে, নগর-বন্দরে গিয়ে জনমত গঠন করে হাসিনার বর্ণিল আগমনে ভরে দিতে হবে।’ 

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

যুবলীগের বিভাগীয় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগ, বিভাগীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত