Ajker Patrika

গাছ পাচারকারীদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
গাছ পাচারকারীদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় চোরাই গাছভর্তি গাড়ি জব্দের পর বন কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার খুটাখালীর সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম (২৯), বনপ্রহরী মো. আয়াত উল্লাহ মজুমদার (৪২), মো. ওয়ালিউল ইসলাম (৩০), হাসান আলী (৩১) ও মো. হাসান (৩৮)। তাঁদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বন বিভাগের কর্মীরা জানান, খুটাখালী রেঞ্জের সেগুনবাগিচা এলাকা থেকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে একটি টমটম গাড়িতে গাছ পাচার করা হচ্ছিল। তথ্য পেয়ে বিট কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বনের গাছবোঝাই গাড়িটি জব্দ করা হলে মো. ফারুক নামের এক গাছ পাচারকারীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত বন কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলা করে। এরপর গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

খুটাখালী বন বিট কর্মকর্তা নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযান চালিয়ে ১৪-১৫ টুকরা গাছভর্তি একটি ইজিবাইক জব্দ করা হয়। এ সময় গাছ পাচারকারীদের কয়েকজন চিৎকার করে বলে, “বিট কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেল।” এরপর দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা করে। হামলাকারী কয়েকজন গাছ চোরের তথ্য আমাদের কাছে রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে।’

এ ব্যাপারে কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক শীতল পাল আজকের পত্রিকাকে বলেন, হামলার খবর পেয়ে আশপাশের বনকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গাছ পাচার চক্রের সদস্যরা হামলা করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত