Ajker Patrika

নাটোরে পাঠদান বন্ধ করে স্কুলমাঠে আওয়ামী লীগের সম্মেলন

নাটোর প্রতিনিধি
নাটোরে পাঠদান বন্ধ করে স্কুলমাঠে আওয়ামী লীগের সম্মেলন

নাটোরের গুরুদাসপুরে স্কুলের পাঠদান বন্ধ করে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে এই সম্মেলন হয়। এই সম্মেলনের কারণেই ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। তবে পাঠদান স্বাভাবিক রাখা হয় একই চত্বরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রাজনৈতিক সমাবেশের জন্য স্কুলের পাঠদান বন্ধ করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। তবে সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা সম্মেলনে আসতে শুরু করেন। এ সময় সভামঞ্চের পেছনের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা দরজা জানালা বন্ধ করে ক্লাস নেওয়া শুরু করে। অপরদিকে সভামঞ্চটি উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রবেশদ্বারের সঙ্গে লাগোয়া ছিল। 

গুরুদাসপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু বলেন, ‘আজ সকালে ক্লাস শুরু হলেও সম্মেলনের কারণে স্কুল ছুটি দিয়েছি। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অনুরোধে এমনটি করেছি।’ 

এ নিয়ে গুরুদাসপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মর্তুজা বলেন, ‘সম্মেলন ঘিরে ব্যাপক জনসমাগম হয়। এ কারণে শিশুদের ক্লাস নিতে সমস্যা হয়েছে। তবুও দরজা-জানলা বন্ধ করে ক্লাস নিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ না থাকায় স্কুল ছুটি দিতে পারিনি।’ 

নাম প্রকাশ না করার শর্তে গুরুদাসপুর মডেল সরক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় কোনো শিক্ষক পাঠদান চলাকালে সম্মেলন আয়োজনের ব্যাপারে কিছু বলতে সাহস পাননি। 

জেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন বলেন, ‘স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রেখে রাজনৈতিক সমাবেশের সুযোগ দিতে পারে না কোন প্রতিষ্ঠান প্রধান। এতে নিয়মের ব্যত্যয় হয়েছে। এ ব্যাপারে প্রধান শিক্ষকসহ উপজেলার শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের কাছে কারণ জানতে চাওয়া হবে।’ 

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমি জানি না। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’ 

স্কুল মাঠে সম্মেলন আয়োজন করা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বলেন, ‘আমি তথ্য পেয়েছি সম্মেলন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে পরীক্ষা কেন্দ্র রয়েছে। আগে জানলে আমি আসতাম না। তা ছাড়া স্কুল খোলা রেখে সম্মেলন করা ঠিক হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত