Ajker Patrika

ডামি নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ডামি নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না: মিনু

৭ জানুয়ারির নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘এই ডামি নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে না। ভোটকেন্দ্রে থাকবে শুধু চতুষ্পদ জন্তু, জানোয়ার। জনগণ এই নির্বাচন মানে না।’ 

আজ বৃহস্পতিবার রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় বিএনপির প্রচারপত্র বিতরণকালে তিনি এসব কথা বলেছেন। 

মিজানুর রহমান মিনু বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণকে বাকশাল সরকারের কবল থেকে রক্ষা করতে বিএনপি ও সমমনা দলগুলোর অসহযোগ আন্দোলন চলমান রয়েছে। শেষ দিনেও এই আন্দোলনে মানুষ সম্পৃক্ত হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষ এই নির্বাচনে ভোটকেন্দ্রে যাবে না। জনগণ বুঝতে পেরেছে, এই সরকার একটি প্রহসনের নির্বাচন করছে।’ 

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, সদস্য দেবাশীষ রায় মধু, সাবেক এমপি জাহান পান্না, গোলাম মোস্তাফা মামুন, সদস্য তোফায়েল হোসেন রাজু, শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত