চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আর এক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে অনেকে ৷ সড়ক পথে চাপ থাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীপথে ৷ এই পথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা ৷ এতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷
অনেকেই সারা বছর বাড়িতে না এলেও নাড়ির টানে দুটি ঈদে বাড়িতে আসে পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তখন আনন্দ হয় নিরানন্দ ৷ আবার অনেকের বাড়ি নদীর মাঝে চরে হওয়ায় বাধ্য হয়েই পাড়ি দিতে হয় যমুনা ৷ যার ফলে নিজ উপজেলায় পা দেওয়ার পরেই শুরু হয় জীবনের চরম ঝুঁকি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরজাজুরিয়া, আজিমুদ্দিন মোড়, জোতপাড়া, ভূতের মোড়, এনায়েতপুর নৌঘাটসহ অসংখ্য স্পট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছে যাত্রীরা। নৌকার মাঝিরাও লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি জমাচ্ছেন নিজ গন্তব্যে।
উপজেলার হাপানিয়া চরের জাকির হোসেন বলেন, ঈদের মধ্যে মানুষজন গ্রামের বাড়িতে আসে আনন্দ করতে, কিন্তু প্রায়ই যমুনায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ এর আগেও ঈদের পরেরদিন বেড়াতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিল।
হাটাইল চরের বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ইঞ্জিনচালিত ছোট-বড় নৌকায় করে যমুনা পাড়ি দিতে অনেক সময় ঘটে দুর্ঘটনা।
যমুনা পাড়ি দিতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও কম নয়। ধনিকশ্রেণির মানুষ নৌকা রিজার্ভ করে নিয়ে গেলেও গরিব মানুষগুলো ভাড়ায়চালিত নৌকায় পার হচ্ছে। এদিকে বেশি টাকার আশায় কিছু মাঝি অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে যমুনা। ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বিকেল ৪ ঘটিকায় নৌকা চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখাসহ মাঝিদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নৌ-পুলিশ টহলে আছে বলে তিনি জানান।
আর এক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে অনেকে ৷ সড়ক পথে চাপ থাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীপথে ৷ এই পথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা ৷ এতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷
অনেকেই সারা বছর বাড়িতে না এলেও নাড়ির টানে দুটি ঈদে বাড়িতে আসে পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তখন আনন্দ হয় নিরানন্দ ৷ আবার অনেকের বাড়ি নদীর মাঝে চরে হওয়ায় বাধ্য হয়েই পাড়ি দিতে হয় যমুনা ৷ যার ফলে নিজ উপজেলায় পা দেওয়ার পরেই শুরু হয় জীবনের চরম ঝুঁকি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরজাজুরিয়া, আজিমুদ্দিন মোড়, জোতপাড়া, ভূতের মোড়, এনায়েতপুর নৌঘাটসহ অসংখ্য স্পট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছে যাত্রীরা। নৌকার মাঝিরাও লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি জমাচ্ছেন নিজ গন্তব্যে।
উপজেলার হাপানিয়া চরের জাকির হোসেন বলেন, ঈদের মধ্যে মানুষজন গ্রামের বাড়িতে আসে আনন্দ করতে, কিন্তু প্রায়ই যমুনায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ এর আগেও ঈদের পরেরদিন বেড়াতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিল।
হাটাইল চরের বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ইঞ্জিনচালিত ছোট-বড় নৌকায় করে যমুনা পাড়ি দিতে অনেক সময় ঘটে দুর্ঘটনা।
যমুনা পাড়ি দিতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও কম নয়। ধনিকশ্রেণির মানুষ নৌকা রিজার্ভ করে নিয়ে গেলেও গরিব মানুষগুলো ভাড়ায়চালিত নৌকায় পার হচ্ছে। এদিকে বেশি টাকার আশায় কিছু মাঝি অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে যমুনা। ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বিকেল ৪ ঘটিকায় নৌকা চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখাসহ মাঝিদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নৌ-পুলিশ টহলে আছে বলে তিনি জানান।
মানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায়
১৪ মিনিট আগেরাজধানীর উত্তরায় এক যুবককে প্রাইভেটকারে তুলে অপহরণের ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রাইভেটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)। দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
৩০ মিনিট আগেগাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।
৪১ মিনিট আগে