Ajker Patrika

ঝুঁকি নিয়ে ঘরমুখী মানুষের যমুনা পাড়ি  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২২, ১৮: ২৮
ঝুঁকি নিয়ে ঘরমুখী মানুষের যমুনা পাড়ি  

আর এক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে অনেকে ৷ সড়ক পথে চাপ থাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীপথে ৷ এই পথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা ৷ এতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ 

অনেকেই সারা বছর বাড়িতে না এলেও নাড়ির টানে দুটি ঈদে বাড়িতে আসে পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তখন আনন্দ হয় নিরানন্দ ৷ আবার অনেকের বাড়ি নদীর মাঝে চরে হওয়ায় বাধ্য হয়েই পাড়ি দিতে হয় যমুনা ৷ যার ফলে নিজ উপজেলায় পা দেওয়ার পরেই শুরু হয় জীবনের চরম ঝুঁকি। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরজাজুরিয়া, আজিমুদ্দিন মোড়, জোতপাড়া, ভূতের মোড়, এনায়েতপুর নৌঘাটসহ অসংখ্য স্পট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছে যাত্রীরা। নৌকার মাঝিরাও লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি জমাচ্ছেন নিজ গন্তব্যে। 

উপজেলার হাপানিয়া চরের জাকির হোসেন বলেন, ঈদের মধ্যে মানুষজন গ্রামের বাড়িতে আসে আনন্দ করতে, কিন্তু প্রায়ই যমুনায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ এর আগেও ঈদের পরেরদিন বেড়াতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিল। 
 
হাটাইল চরের বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ইঞ্জিনচালিত ছোট-বড় নৌকায় করে যমুনা পাড়ি দিতে অনেক সময় ঘটে দুর্ঘটনা। 

যমুনা পাড়ি দিতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও কম নয়। ধনিকশ্রেণির মানুষ নৌকা রিজার্ভ করে নিয়ে গেলেও গরিব মানুষগুলো ভাড়ায়চালিত নৌকায় পার হচ্ছে। এদিকে বেশি টাকার আশায় কিছু মাঝি অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে যমুনা। ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বিকেল ৪ ঘটিকায় নৌকা চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখাসহ মাঝিদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নৌ-পুলিশ টহলে আছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত