বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরে পুলিশ ফাঁড়ির সামনের মার্কেটে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটারের তালা খুলে বিভিন্ন ব্র্যান্ডের ১৭০টি মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের একজন নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির সামনে টিএমএসএস মোবাইল মার্কেটে চুরির ঘটনা ঘটে। মার্কেটের দোতলায় প্লাস মোবাইল কেয়ার নামের প্রতিষ্ঠানের মালিক মিল্টন সাহা জানান, গতকাল রাত ১০টার দিকে দোকানে তালা দিয়ে তিনি বাসায় যান। রাত ১১টার দিকে মার্কেটের নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে তিনি এসে দেখেন দোকানের শাটারের দরজা খোলা এবং তালা নেই। দোকানে প্রবেশ করে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের নতুন ৭০টি এবং পুরোনো ১০০ মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে মিল্টন সাহা দাবি করেছেন।
সরেজমিনে জানা গেছে, পাঁচতলা মার্কেটের দোতলায় মোবাইল ফোন বিক্রির ৩০টি দোকান রয়েছে। মার্কেটের নিরাপত্তায় তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। অধিকাংশ সময় রাত ১০টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে গেলেও রাত ১২টা পর্যন্ত সেখানে লোকজন থাকে। চুরি হওয়া দোকানের চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো আগে থেকেই নষ্ট ছিল। এ ছাড়া মার্কেটের সিসিটিভি ক্যামেরাগুলো অনেক দিন ধরে নষ্ট।
মার্কেটের নৈশপ্রহরী আজমির হোসেন জানান, মার্কেটের সব দোকান বন্ধ হলে রাত ১১টার পর তদারকি করতে গিয়ে দোতলায় ওই দোকানের শাটারের দরজা খোলা দেখতে পান তিনি। পরে দোকান মালিক ও পুলিশকে সংবাদ দেন।
আজমির হোসেন বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। এর পরও মার্কেটে অনেক লোকজন ছিল। এই সময়ের মধ্যে সন্দেহজনক বা অপরিচিত কাউকে মার্কেটে দেখা যায়নি।’
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা বলেন, ‘রাতেই পুলিশ মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া দোকান পরিদর্শন করেছে। ওই মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রাত ১২টা পর্যন্ত সেখানে লোকসমাগম থাকে। এর মধ্যে চুরি এবং দোকানের তালা উধাও হওয়ার বিষয়টি রহস্যজনক মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী আজমির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
বগুড়া শহরে পুলিশ ফাঁড়ির সামনের মার্কেটে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটারের তালা খুলে বিভিন্ন ব্র্যান্ডের ১৭০টি মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের একজন নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির সামনে টিএমএসএস মোবাইল মার্কেটে চুরির ঘটনা ঘটে। মার্কেটের দোতলায় প্লাস মোবাইল কেয়ার নামের প্রতিষ্ঠানের মালিক মিল্টন সাহা জানান, গতকাল রাত ১০টার দিকে দোকানে তালা দিয়ে তিনি বাসায় যান। রাত ১১টার দিকে মার্কেটের নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে তিনি এসে দেখেন দোকানের শাটারের দরজা খোলা এবং তালা নেই। দোকানে প্রবেশ করে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের নতুন ৭০টি এবং পুরোনো ১০০ মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে মিল্টন সাহা দাবি করেছেন।
সরেজমিনে জানা গেছে, পাঁচতলা মার্কেটের দোতলায় মোবাইল ফোন বিক্রির ৩০টি দোকান রয়েছে। মার্কেটের নিরাপত্তায় তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। অধিকাংশ সময় রাত ১০টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে গেলেও রাত ১২টা পর্যন্ত সেখানে লোকজন থাকে। চুরি হওয়া দোকানের চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো আগে থেকেই নষ্ট ছিল। এ ছাড়া মার্কেটের সিসিটিভি ক্যামেরাগুলো অনেক দিন ধরে নষ্ট।
মার্কেটের নৈশপ্রহরী আজমির হোসেন জানান, মার্কেটের সব দোকান বন্ধ হলে রাত ১১টার পর তদারকি করতে গিয়ে দোতলায় ওই দোকানের শাটারের দরজা খোলা দেখতে পান তিনি। পরে দোকান মালিক ও পুলিশকে সংবাদ দেন।
আজমির হোসেন বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। এর পরও মার্কেটে অনেক লোকজন ছিল। এই সময়ের মধ্যে সন্দেহজনক বা অপরিচিত কাউকে মার্কেটে দেখা যায়নি।’
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা বলেন, ‘রাতেই পুলিশ মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া দোকান পরিদর্শন করেছে। ওই মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রাত ১২টা পর্যন্ত সেখানে লোকসমাগম থাকে। এর মধ্যে চুরি এবং দোকানের তালা উধাও হওয়ার বিষয়টি রহস্যজনক মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী আজমির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে