Ajker Patrika

মান্দায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে আনোয়ারা বিবি (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার মধ্য রাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের চকনন্দরাম গ্রামের নিজ ঘরে লাগা আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের পিয়ার বক্স মণ্ডলের স্ত্রী। 

স্থানীয়রা জানান, গতকাল রাত পৌনে ১টার দিকে গ্রামের পিয়ার বক্স মণ্ডলের বাড়িতে আগুন লাগে। পরে আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

মৃত আনোয়ারা বিবির ছেলে সুমন রানা বলেন, ‘আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। রাতে আগুন লাগার সময় তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আগুন নেভানোর পর খড়ির ঘর থেকে মায়ের মরদেহ উদ্ধার করা হয়।’ 

মান্দা ফায়ার স্টেশনের কর্মকর্তা শফিউর রহমান বলেন, পোড়া স্তূপের ভেতরে মরদেহ আছে পরিবারের লোকজনের এমন দাবির প্রেক্ষিতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালিয়ে এক বৃদ্ধার মরদেহ পাওয়া গেছে। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের ছেলে আতাউর রহমান থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত