মিজান মাহী, দুর্গাপুর (রাজশাহী)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দের পর থেকেই সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ, পোস্টার সাঁটাতে বাধাসহ হামলা, মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে চলছে নির্বাচনী ব্যস্ততা!
তবে প্রচার–প্রচারণা থেমে নেই। প্রতিদিন মিছিল–মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নেতা–কর্মীরা। প্রায় প্রার্থীরই নির্বাচনী প্রচার অফিসে চলছে আপ্যায়ন। এক সময়ের ভোটের লাল চা আর মুড়ি–চানাচুরের দিন আর নেই! কর্মী–সমর্থকদের মন জোগাতে আপ্যায়নে ব্যস্ত প্রার্থীরা।
নেতা–কর্মী, সমর্থকদের জন্য নির্বাচনী অফিসে আয়োজন করা হচ্ছে বিভিন্ন ফল, সেদ্ধ ডিম, খাসির বিরিয়ানি আর তরল দুধের। এমন রাজকীয় আপ্যায়ন পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা ফেসবুকে ছবি পোস্ট করছেন।
দুর্গাপুর সদর বাজারের সেদ্ধ ডিম বিক্রেতা সুমন আলী বলেন, বাজারের এই ব্যস্ততম মোড়ে তাঁর দুই থেকে আড়াইশ সেদ্ধ ডিম বিক্রি হয়। এখন ভোটের মৌসুম, ৫০০ থেকে ৬০০ ডিম সিদ্ধ করলেও মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে। চাহিদা মতো ডিম দিতে পারছেন না। এলাকায়ও ডিমের সংকট দেখা দিয়েছে।
বাজারের ফল বিক্রেতা মিলন সাহা বলেন, হঠাৎ আপেল ও পেয়ারার বিক্রি বেড়েছে। ভোটের প্রার্থীরা কর্মীদের আপ্যায়ন করতে লোক পাঠিয়ে প্রতিদিন কিনে নিয়ে যাচ্ছেন। এখন ফল বাজারের ব্যবসা বেশ জমজমাট।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্গাপুর উপজেলা প্রায় পাড়া মহল্লায় গড়ে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার অফিস। এসব অফিসে আপেল, পেয়ারা, খাসির বিরিয়ানি, দুধ, ডিম দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। অনেকেই আবার সেসব খাবার সামনে রেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন।
পৌর এলাকার দেবীপুর গ্রামের দিনমজুর সাইদুল ইসলাম বলেন, ‘হেই দিন আর আছে বাহে! লাল পানির চাওয়া (চা) আর খালি ভুজা (মুড়ি) খেয়ে ভোট দিছি। লাল পানির চা, ভুজা (মুড়ি) চানাচুর এহন আর কেহ খায় না। ভোটের পর প্রার্থীদের আর খোঁজ থাকে না।’
প্রসঙ্গত, রাজশাহী (দুর্গাপুর–পুঠিয়া) আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের (নৌকা) প্রতীকে আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ওবায়দুর রহমান, জাতীয় পার্টির (লাঙ্গল) আবুল হোসেন, গণফ্রন্টের (মাছ) মখলেছুর রহমান, বিএনএমের (নোঙর) শরিফুল ইসলাম, সুপ্রীম পার্টির (একতারা) আলতাফ হোসেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। প্রতীক বরাদ্দের পর থেকেই সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ, পোস্টার সাঁটাতে বাধাসহ হামলা, মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে চলছে নির্বাচনী ব্যস্ততা!
তবে প্রচার–প্রচারণা থেমে নেই। প্রতিদিন মিছিল–মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন নেতা–কর্মীরা। প্রায় প্রার্থীরই নির্বাচনী প্রচার অফিসে চলছে আপ্যায়ন। এক সময়ের ভোটের লাল চা আর মুড়ি–চানাচুরের দিন আর নেই! কর্মী–সমর্থকদের মন জোগাতে আপ্যায়নে ব্যস্ত প্রার্থীরা।
নেতা–কর্মী, সমর্থকদের জন্য নির্বাচনী অফিসে আয়োজন করা হচ্ছে বিভিন্ন ফল, সেদ্ধ ডিম, খাসির বিরিয়ানি আর তরল দুধের। এমন রাজকীয় আপ্যায়ন পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা ফেসবুকে ছবি পোস্ট করছেন।
দুর্গাপুর সদর বাজারের সেদ্ধ ডিম বিক্রেতা সুমন আলী বলেন, বাজারের এই ব্যস্ততম মোড়ে তাঁর দুই থেকে আড়াইশ সেদ্ধ ডিম বিক্রি হয়। এখন ভোটের মৌসুম, ৫০০ থেকে ৬০০ ডিম সিদ্ধ করলেও মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে। চাহিদা মতো ডিম দিতে পারছেন না। এলাকায়ও ডিমের সংকট দেখা দিয়েছে।
বাজারের ফল বিক্রেতা মিলন সাহা বলেন, হঠাৎ আপেল ও পেয়ারার বিক্রি বেড়েছে। ভোটের প্রার্থীরা কর্মীদের আপ্যায়ন করতে লোক পাঠিয়ে প্রতিদিন কিনে নিয়ে যাচ্ছেন। এখন ফল বাজারের ব্যবসা বেশ জমজমাট।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্গাপুর উপজেলা প্রায় পাড়া মহল্লায় গড়ে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার অফিস। এসব অফিসে আপেল, পেয়ারা, খাসির বিরিয়ানি, দুধ, ডিম দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। অনেকেই আবার সেসব খাবার সামনে রেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন।
পৌর এলাকার দেবীপুর গ্রামের দিনমজুর সাইদুল ইসলাম বলেন, ‘হেই দিন আর আছে বাহে! লাল পানির চাওয়া (চা) আর খালি ভুজা (মুড়ি) খেয়ে ভোট দিছি। লাল পানির চা, ভুজা (মুড়ি) চানাচুর এহন আর কেহ খায় না। ভোটের পর প্রার্থীদের আর খোঁজ থাকে না।’
প্রসঙ্গত, রাজশাহী (দুর্গাপুর–পুঠিয়া) আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের (নৌকা) প্রতীকে আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ওবায়দুর রহমান, জাতীয় পার্টির (লাঙ্গল) আবুল হোসেন, গণফ্রন্টের (মাছ) মখলেছুর রহমান, বিএনএমের (নোঙর) শরিফুল ইসলাম, সুপ্রীম পার্টির (একতারা) আলতাফ হোসেন।
রংপুরের পীরগাছায় ডাকাতদলের এক সদস্যকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের ফতা গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।
২৮ মিনিট আগেফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা, ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
৩০ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণের মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ দুর্জয়কে (২৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পা
৪৩ মিনিট আগে