রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত আম্পায়ারকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের মধ্যে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় গণিত বিভাগ। এরপর গণিত বিভাগের ব্যাটার আতিককে রান আউটের আবেদন করা হলে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে আপত্তি জানায় গণিত বিভাগের খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত গণিত বিভাগ ম্যাচটি ৬ রানে হেরে যায়। ম্যাচ জয়ে আনন্দ উল্লাস শুরু করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী আরিফের নেতৃত্বে ১০-১৫ জন শিক্ষার্থী গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে স্ট্যাম্প দিয়ে আম্পায়ার সুইটকে মারতে শুরু করেন। আর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
আন্তবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ ক্রিকেটের ফাইনালে আম্পায়ারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত আম্পায়ারকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একদল শিক্ষার্থী।
আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আজ সোমবার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগের মধ্যে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় গণিত বিভাগ। এরপর গণিত বিভাগের ব্যাটার আতিককে রান আউটের আবেদন করা হলে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। এতে আপত্তি জানায় গণিত বিভাগের খেলোয়াড়েরা। কিন্তু আম্পায়ার তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত গণিত বিভাগ ম্যাচটি ৬ রানে হেরে যায়। ম্যাচ জয়ে আনন্দ উল্লাস শুরু করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের খেলোয়াড়েরা।
এ সময় গণিত বিভাগের শিক্ষার্থী আরিফের নেতৃত্বে ১০-১৫ জন শিক্ষার্থী গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে স্ট্যাম্প দিয়ে আম্পায়ার সুইটকে মারতে শুরু করেন। আর কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
আন্তবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১২ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে