Ajker Patrika

জেলখানার ৬০ শতাংশ আসামিই মাদক মামলার: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২২, ২০: ২১
জেলখানার ৬০ শতাংশ আসামিই মাদক মামলার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশে মাদকের বিস্তৃতি যেমন ঘটছে তেমনি মাদক মামলার বিচার দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু থেমে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। মাদক মামলার আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে তারা। কারাবন্দী মোট আসামির ৬০ শতাংশের বেশি মাদক মামলার আসামি।’

আজ মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইন মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। জেলখানার আসামিদের অধিকাংশই মাদক মামলার। মাদক মামলাগুলো কেন বছরের পর বছর ধরে ঝুলে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক মামলা ঝুলে থাকার একটি কারণ হলো, সাক্ষীরা সময়মতো আদালতে সাক্ষ্য দিতে আসেন না। এ ছাড়া, মাদক মামলার আসামিরা জামিন পেয়ে যান নানাভাবে। তবে আইন সংশোধিত হয়েছে। সেই মোতাবেক বিচারকাজ চালিয়ে বিচারকগণ এখন দ্রুতই মাদক মামলার নিষ্পত্তি করতে পারবেন।’ 

বগুড়া জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ডিজিটাল হয়েছে। এখন সাহায্যের জন্য ফোন করলেই পুলিশ সেবাপ্রার্থীর কাছে হাজির হয়ে যায়। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।

মাদকবিরোধী সমাবেশে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে ভ্যানগাড়ি এবং সেলাইমেশিন প্রদান করেন মন্ত্রী। 

সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন চত্বরে মুক্তির ‘অমর কাব্য’ নামের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত