নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা আলিউজ্জামান মন্টু ওরফে মন্টু মাস্টারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে হাত-পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। আজ শনিবার উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলিউজ্জামান মন্টু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারার চাচাতো ভাই এবং পুঠিয়া বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। একই সঙ্গে তিনি বিড়ালদহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল ওয়াদুদ দারা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। তখন দুই উপজেলার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ-বাণিজ্যে জড়িয়ে পড়েছিলেন মন্টু। দারার হয়ে তিনিই সবকিছু দেখাশোনা করতেন। ব্যাপক চাঁদাবাজির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। আবার টাকা নিয়ে চাকরি না দেওয়ারও অভিযোগ আছে।
দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নিয়োগ-বাণিজ্যের জন্য স্থানীয় মানুষের কাছে তিনি ‘শিক্ষামন্ত্রী’ হিসেবে পরিচিতি পান। এখনো তাঁর এই নাম মানুষের মুখে মুখে।
আরও জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মন্টু মাস্টার আত্মগোপনে ছিলেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন। আজ সকাল ৯টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁকে পেয়ে আটক করেন।
এ সময় তাঁকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। এতে তাঁর হাত-পা থেঁতলে যায়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে ফেলে রেখে চলে যান হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তাঁর দুটি পা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভেঙে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
জানতে চাইলে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি এখনো শুনিনি। খোঁজখবর নিয়ে দেখছি। আপনারাও (সাংবাদিকেরা) খোঁজখবর নেন। কারা এ ঘটনা ঘটাল।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কারা পিটিয়েছেন জানতে চাইলে ওসি বলেন, ‘কারা মেরেছে এখনই বলা যাচ্ছে না। দুর্বৃত্তরা মেরেছে।’ ভুক্তভোগী এলাকায় ‘শিক্ষামন্ত্রী’ হিসেবে পরিচিতি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমিও শুনেছি। মানুষে এসব কথা বলে। আরও অনেক কথাই মানুষ বলে।’
রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা আলিউজ্জামান মন্টু ওরফে মন্টু মাস্টারকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে হাত-পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। আজ শনিবার উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলিউজ্জামান মন্টু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারার চাচাতো ভাই এবং পুঠিয়া বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। একই সঙ্গে তিনি বিড়ালদহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল ওয়াদুদ দারা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। তখন দুই উপজেলার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ-বাণিজ্যে জড়িয়ে পড়েছিলেন মন্টু। দারার হয়ে তিনিই সবকিছু দেখাশোনা করতেন। ব্যাপক চাঁদাবাজির অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। আবার টাকা নিয়ে চাকরি না দেওয়ারও অভিযোগ আছে।
দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এমন নিয়োগ-বাণিজ্যের জন্য স্থানীয় মানুষের কাছে তিনি ‘শিক্ষামন্ত্রী’ হিসেবে পরিচিতি পান। এখনো তাঁর এই নাম মানুষের মুখে মুখে।
আরও জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মন্টু মাস্টার আত্মগোপনে ছিলেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন। আজ সকাল ৯টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁকে পেয়ে আটক করেন।
এ সময় তাঁকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। এতে তাঁর হাত-পা থেঁতলে যায়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে ফেলে রেখে চলে যান হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তাঁর দুটি পা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভেঙে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
জানতে চাইলে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি এখনো শুনিনি। খোঁজখবর নিয়ে দেখছি। আপনারাও (সাংবাদিকেরা) খোঁজখবর নেন। কারা এ ঘটনা ঘটাল।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কারা পিটিয়েছেন জানতে চাইলে ওসি বলেন, ‘কারা মেরেছে এখনই বলা যাচ্ছে না। দুর্বৃত্তরা মেরেছে।’ ভুক্তভোগী এলাকায় ‘শিক্ষামন্ত্রী’ হিসেবে পরিচিতি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো আমিও শুনেছি। মানুষে এসব কথা বলে। আরও অনেক কথাই মানুষ বলে।’
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) রয়েছে। অথচ তিনি গত ২ জুলাই কোনো ছুটি না নিয়েই দেশ ছেড়ে ইতালি চলে গেছেন।
৩৩ মিনিট আগেমূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া দেওয়াসহ তিন দাবি পূরণে সরকারকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামীকালের (১৩ অক্টোবর) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
১ ঘণ্টা আগেউচ্চমাধ্যমিকে পাঠদান অব্যাহত রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাঁদের উচ্চমাধ্যমিকের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের দুই দিন পর চালক মোহাম্মদ সাজ্জাদের (২৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ জানতে পারে, যাত্রী সেজে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রই এই লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে।
২ ঘণ্টা আগে