নাটোর প্রতিনিধি
নাটোরে ভুট্টাখেত থেকে আল মামুন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। মামুন সিংড়ার পৌরসভার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
আজ সোমবার (১০ মার্চ) সকালে নাটোর-রাজশাহী মহাসড়ক-সংলগ্ন ভেদরার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মামুনের বাবা আব্দুল কুদ্দুস জানান, তাঁর চার মেয়ে ও একমাত্র ছেলে মামুন। সে নেশাগ্রস্ত। কখনো রাজমিস্ত্রি বা কখনো চুরি করত। পরিবারের কারও কথা শুনত না। তিন মাস আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর ফেরেনি। আজ বেলা ১১টায় সিংড়া থানা-পুলিশ ফোন করে তাঁকে ডেকে নেয় এবং নাটোর থানায় এনে ছেলের লাশ দেখায়। ছেলে নেশাগ্রস্ত ছিল, তাই এই প্রকৃতির কারও সঙ্গে তার বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, এলাকাবাসীর খবরে আজ সকাল ১০টায় শহরতলির নবীনগর নারায়ণকান্দি এলাকার ভুট্টাখেত থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ করে জানা যায়, ভিকটিম সিংড়া পৌরসভার দমদমা মহল্লার আল মামুন। দুপুরে তাঁর পরিবারের সদস্যরা নাটোর সদর হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার নেলী আরও জানান, মৃতের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আপাতত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
নাটোরে ভুট্টাখেত থেকে আল মামুন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। মামুন সিংড়ার পৌরসভার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
আজ সোমবার (১০ মার্চ) সকালে নাটোর-রাজশাহী মহাসড়ক-সংলগ্ন ভেদরার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মামুনের বাবা আব্দুল কুদ্দুস জানান, তাঁর চার মেয়ে ও একমাত্র ছেলে মামুন। সে নেশাগ্রস্ত। কখনো রাজমিস্ত্রি বা কখনো চুরি করত। পরিবারের কারও কথা শুনত না। তিন মাস আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর ফেরেনি। আজ বেলা ১১টায় সিংড়া থানা-পুলিশ ফোন করে তাঁকে ডেকে নেয় এবং নাটোর থানায় এনে ছেলের লাশ দেখায়। ছেলে নেশাগ্রস্ত ছিল, তাই এই প্রকৃতির কারও সঙ্গে তার বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, এলাকাবাসীর খবরে আজ সকাল ১০টায় শহরতলির নবীনগর নারায়ণকান্দি এলাকার ভুট্টাখেত থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ করে জানা যায়, ভিকটিম সিংড়া পৌরসভার দমদমা মহল্লার আল মামুন। দুপুরে তাঁর পরিবারের সদস্যরা নাটোর সদর হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার নেলী আরও জানান, মৃতের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আপাতত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
‘দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।’ সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চন্দিনা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত
৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলেছে বামধারার ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতৃবৃন্দ।
১২ মিনিট আগেকিশোরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসায় গাফিলতির কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৬ অক্টোবর বিকেলে জেলা শহরের বত্রিশ এলাকার সিটিল্যাব হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ক্লিনিক কর্তৃপক্ষ টাকা দিয়ে নবজাতকের পরিবারের সঙ্গে রফার চেষ্টা করেছে বলেও অভিয
১৫ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্র হিসেবে মেধার ভিত্তিতেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কারও রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত বিশ্বাস এই প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। লিখিত, মৌখিক ও একাডেমিক ফলাফলে যারা সর্বোচ্চ নম্বর অর্জন করবেন, তাঁদেরই নিয়োগ দেওয়া হবে।
২০ মিনিট আগে