Ajker Patrika

নাটোরে ভুট্টাখেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরে ভুট্টাখেত থেকে আল মামুন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। মামুন সিংড়ার পৌরসভার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

আজ সোমবার (১০ মার্চ) সকালে নাটোর-রাজশাহী মহাসড়ক-সংলগ্ন ভেদরার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মামুনের বাবা আব্দুল কুদ্দুস জানান, তাঁর চার মেয়ে ও একমাত্র ছেলে মামুন। সে নেশাগ্রস্ত। কখনো রাজমিস্ত্রি বা কখনো চুরি করত। পরিবারের কারও কথা শুনত না। তিন মাস আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর ফেরেনি। আজ বেলা ১১টায় সিংড়া থানা-পুলিশ ফোন করে তাঁকে ডেকে নেয় এবং নাটোর থানায় এনে ছেলের লাশ দেখায়। ছেলে নেশাগ্রস্ত ছিল, তাই এই প্রকৃতির কারও সঙ্গে তার বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, এলাকাবাসীর খবরে আজ সকাল ১০টায় শহরতলির নবীনগর নারায়ণকান্দি এলাকার ভুট্টাখেত থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ করে জানা যায়, ভিকটিম সিংড়া পৌরসভার দমদমা মহল্লার আল মামুন। দুপুরে তাঁর পরিবারের সদস্যরা নাটোর সদর হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার নেলী আরও জানান, মৃতের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আপাতত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত